ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম কোন দল হিসেবে রেকর্ড দ্বিতীয়বার শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আর ড্যারেন স্যামির নেতৃত্বেই দ্বিতীয়বার ট্রফি ঘরে তোলে ক্যারিবীয়রা।
কলকাতার ইডেন গার্ডেনসে ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় গেইল-স্যামুয়েলসরা। ২০১২ সালে দলটি নিজেদের প্রথম শিরোপা উৎসব করেছিলো। ছেলেদের এমন দুর্দান্ত জয়ের দিনই আবার অস্ট্রেলিয়া নারী দলকে হারিয়ে বিশ্বকাপ জেতে ক্যারিবীয় নারীরা।
এদিকে বেশ কিছুদিন যাবত বোর্ডের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারদের ঝামেলা চলে আসছিলো। এমনকি এই দলের ১৪ জন ক্রিকেটারই বর্তমানে বোর্ডের চুক্তিতে নেই। সেই সঙ্গে ট্রফি জয়ের পর অধিনায়ক স্যামি জানিয়েছিলেন ফাইনালের আগে বোর্ড থেকে তাদের কাছে একটি ফোন কলও আসেনি।
এ প্রসঙ্গে নিজের টুইটার অ্যাকাউন্টে শচীন জানান, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল মাঠ ও মাঠের বাইরে নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে প্রমাণ করেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উচিৎ তাদের সমর্থন করা এবং তাদের সমস্যা সমাধান করা। ’
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৬
এমএমএস