ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির স্থলাভিষিক্ত সরফরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
আফ্রিদির স্থলাভিষিক্ত সরফরাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনীত হলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। দলটির ওয়ানডে ফরম্যাটের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

এবার শহীদ আফ্রিদির স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

সম্প্রতি এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সমালোচনা হলে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান আফ্রিদি। গত রোববার আফ্রিদি নিজেই অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ান।

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশকাপেও ব্যর্থ হয় পাকিস্তান দল। ফলে, দেশটির ক্রিকেট-নীতিনির্ধারকরা তদন্ত কমিটি (ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি) গঠন করে আফ্রিদিকে অধিনায়কের আসন থেকে সরিয়ে দিতে বোর্ডের কাছে সুপারিশ করে।

এর আগে দলের কোচ ওয়াকার ইউনুস ও ম্যানেজার ইন্তিখাব আলম তাদের রিপোর্টে আফ্রিদির প্রসঙ্গে অভিযোগ করার পর আফ্রিদি এমন ঘোষণা দেন। এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দেশে ফিরে বোর্ডের কাছে দলের বাজে পারফর্ম আর বিপর্যয়ের রিপোর্ট পেশ করেন কোচ ওয়াকার ইউনিস। তার রিপোর্টের প্রেক্ষিতে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ বোর্ডের কাছে সুপারিশ করে আফ্রিদিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার।

কমিটি থেকে আরও সুপারিশ করা হয় আফ্রিদিকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের হাতে তুলে দেওয়ার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালিস্ট কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দিয়েছিলেন সরফরাজ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৬
এমএমএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।