ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চাকরি হারাতে যাচ্ছেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
চাকরি হারাতে যাচ্ছেন গাভাস্কার ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক শেষ হচ্ছে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের। ধারাভাষ্যকার হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ গাভাস্কারের সঙ্গে নতুন করে আর কোনো চুক্তি করছে না দেশটির ক্রিকেট বোর্ড।

আগামী এপ্রিল-মে পর্যন্ত গাভাস্কারের সঙ্গে চুক্তি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে, চুক্তি শেষ হলে তা নবায়ন করা হবেনা বলে জানায় বোর্ডের একাধিক সূত্র।

সূত্রগুলো জানায়, ধারাভাষ্যকার হিসেবে গাভাস্কারের পারিশ্রমিক অতিরিক্ত হওয়ায় বিসিসিআই আর নতুন চুক্তি করবে না। অন্য ধারাভাষ্যকাররা দিন প্রতি কোনো ম্যাচে দায়িত্ব পালন করলে ৩৫ হাজার রুপি থেকে সর্বোচ্চ এক লাখ রুপি পান। সেখানে গাভাস্কারকে দিতে হয় আট লাখ রুপি।

গাভাস্কারের সঙ্গে চুক্তি নবায়ন করা না হলেও বিসিসিআই সঞ্জয় মাঞ্জেকর আর অনিল কুম্বলের সঙ্গে নতুন করে চুক্তি করবে বলে জানা যায়। গত ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঞ্জেকরকে ৩৬ লাখ ৪৯ হাজার রুপি দেওয়া হয়েছিল। আর কুম্বলে পেয়েছিলেন ৩৯ লাখ ১০ হাজার রুপি। একই সিরিজে গাভাস্কারকে দিতে হয়েছিল ৯০ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।