ঢাকা: লটারির মাধ্যমে অনুষ্ঠিত হলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরের দল গঠনের প্রক্রিয়া প্লেয়ার্স বাই চয়েজ। দেশের ১২টি স্বনামধন্য ক্লাব লটারির মাধ্যমে বেছে নিয়েছেন তাদের প্রিয় খেলোয়াড়দের।
রোববার (১০ এপ্রিল) প্রায় ৫ ঘন্টার এই প্লেয়ার বাছাইয়ের প্রক্রিয়া শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তাঁর প্রতিক্রিয়ায় জানালেন, ‘আজকের এই প্লেয়ার বাছাই শেষে কোন দল খুব দুর্বল সেটা বলা যাবে না। সবারই ভাল করার সুযোগ আছে। একটি দলে না গিয়ে সব ভাল প্লেয়াররাই প্রতিটি দলেই ছড়িযে ছিটিয়ে আছে। অতএব, টুর্নামেন্ট যে প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে সেটা বলার আর অপেক্ষা থাকছে না। লিগের এবারের প্রতিটি খেলা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আমি খুশি। ’
একই সঙ্গে তিনি এও মনে করেন যে, লটারির মাধ্যমে প্লেয়ার বাছাইয়ের এই প্রক্রিয়ায় খেলোয়াড়সহ ক্লাবগুলোওও উপকৃত হবে, ‘কযেকটা বিষয় বোর্ডের পক্ষ থেকে করা দরকার ছিল যা এখনও বাকি। তবে খেলোয়াড়দের চুক্তির বিষয়টি এবার আমরা নিশ্চিত করতে পেরেছি। এরপর থেকে যদি প্লেয়ার্স বাই চয়েজ নাও থাকে, যদি উন্মুক্ত করে দেই তাহলে প্লেয়াররাই হয়তো বলবে যে আসুন ক্লাবের সঙ্গে একটি চুক্তি করি। এতে করে তাদের কাছে সঠিক প্রমাণটি থাকবে। পাশাপাশি সরকারও যেন ট্যাক্স থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি বিবেচনায় রেখে তখন ক্লাবগুলো হয়তো ট্যাক্স কেটে রাখবে। ’
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৬
এইচএল/এমআরএম
** পেশাদারিত্বই প্লেয়ার্স বাই চয়েজের প্রধান উদ্দেশ্য: পাপন