ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাটসম্যানরা সাবধান! মিচেল জনসন ইজ ব্যাক! হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পর এবার আইপিএলে খেলতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার।
গুজরাট লায়ন্সের বিপক্ষে সোমবারের (১১ এপ্রিল) ম্যাচ দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করবে কিংস এলেভেন পাঞ্জাব।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পর একটি মাত্র প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন জনসন। পাঁচ সপ্তাহ আগে পার্থে ক্লাবভিত্তিক ম্যাচ খেলে আইপিএলের প্রস্তুতি সেরে নেন তিনি। ৩৪ বছর বয়সী এ বাঁহাতি পেসারের বোলিংয়ে যেন এতটুকুও ধার কমেনি!
ওয়ানডে ম্যাচটিতে প্রথম শ্রেণির দল ওয়ানেরোর হয়ে ফ্রেম্যান্টল এর বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন জনসন। নতুন বলে এখনো যে তিনি গতির ঝড় তুলতে পারেন সেটির প্রত্যক্ষ হয়। ১০ ওভারে ৪১ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন। যদিও তার দল ৮৫ রানের ব্যবধানে হেরে যায়।
ম্যাচ শেষে জনসন বলেছিলেন, ‘খুব খারাপ অনুভব করিনি। তৃতীয় স্পেলে লম্বা রানিং নিয়ে বোলিং করেছি এবং আমার বলের গতিও বাড়ে। আমার মনে হচ্ছে, ধারাবাহিকভাবে আমি আরো দ্রুত গতিতে বোলিং করতে পারব। ’
এদিকে, জনসনকে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম ‘ভয়ঙ্কর’ বোলারের তকমা দিয়েছেন পাঞ্জাব অধিনায় ডেভিড মিলার, ‘জনসনের বোলিং নৈপুণ্য এখানেও (আইপিএল) থাকবে। আমি এর কোনো কারণ দেখছি না যে, সে কেন ভালো করবে না। তার বোলিং সত্যিই দ্রুতগতির। তাকে দেখতে সতেজ, পাশাপাশি জোরালো মনে হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমআরএম