ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সুযোগ না পাওয়া লজ্জাজনক: বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
সুযোগ না পাওয়া লজ্জাজনক: বোল্ট ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের। এক ম্যাচেও মাঠে নামার সুযোগ না পাওয়াকে বড় লজ্জার বিষয় বলে জানালেন ২৬ বছর বয়সী কিউই এই পেসার।

 

গত ২২ জানুয়ারি বোল্ট দেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির সেই সিরিজের পর আর কোনো ম্যাচে খেলা হয়নি তার। তবে, এর মাঝে ওয়ানডে, টেস্ট খেলেছেন। খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচও। কিন্তু, বিশ্বকাপের মূলপর্বে কোনো ম্যাচেই তার মাঠে নামা হয়নি।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে নিউজিল্যান্ড বিদায় নিলে দলের সঙ্গে দেশে ফেরেন বোল্ট। এর তিনদিন পর আবারো ভারতে ফেরেন তিনি। চলমান আইপিএলের নবম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন এই পেসার।

কাটার মাস্টার মুস্তাফিজের ক্লাব সতীর্থ বোল্ট জানান, গত মৌসুমটা খুব বেশি ভাল যায়নি। আমার পরিকল্পনাগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। তবে সম্পূর্ণ নতুন একটি আসরে নিজের সেরাটা দিয়ে খেলতে চাই।

তিনি আরও যোগ করেন, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে আমরা বেশ ভালোভাবেই নিজেদের মানিয়ে নিয়েছিলাম। ফলে, দলও বেশ ভালো করেছে। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাটা আমরা সকলেই বেশ উপভোগ করেছি। এবার একই কন্ডিশনে আইপিএলে খেলার জন্য আমি প্রস্তত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে বোল্ট জানান, বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে একটি ম্যাচেও খেলতে না পারাটা আমার জন্য ছিল লজ্জাজনক একটা ব্যাপার। দলের প্রয়োজনেই এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপের আসরে আমরা ভালো খেলেছি। চাপের মধ্যেও কিভাবে মানিয়ে নিতে হয়ে সেটা ভালোভাবে শিখেছি। আমার কাছে খেলাটাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। দলের অংশ হয়ে কন্ডিশনের সঙ্গে সতীর্থরা কিভাবে মানিয়ে নেয় সেটা দেখাও ছিল গুরুত্বপূর্ণ বিষয়।

এবারের আইপিএলে মাঠে নামার আগে আশিষ নেহারা, মুস্তাফিজুর রহমান আর বারিন্দার স্রানের সঙ্গে লড়তে হবে বোল্টকে। এই চার পেসারই খেলবেন হায়দ্রাবাদের হয়ে। চার পেসারই বাঁহাতি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।