ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও লঙ্কান প্রধান নির্বাচক হচ্ছেন জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
আবারও লঙ্কান প্রধান নির্বাচক হচ্ছেন জয়সুরিয়া সনথ জয়সুরিয়া

ঢাকা: শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান নির্বাচকের ভূমিকায় আবারও আসতে যাচ্ছেন সনথ জয়সুরিয়া। প্রায় বছরখানেক আগে এ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

লঙ্কান বোর্ড মৌখিক ভাবে জয়সুরিয়াকে প্রধান নির্বাচক ঘোষণা করেছে। তবে দেশটির ক্রীড়া মন্ত্রীর অফিসিয়ালি ঘোষণার জন্য বোর্ড অপেক্ষা করছে।

 

লঙ্কান ভাইস প্রেসিডেন্ট মোহান ডি সিলভা জানান, জয়সুরিয়ার সঙ্গে নির্বাচক কমিটিতে আরও থাকছেন, সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রোমেশ কালুভিতারানা ও সাবেক অফস্পিনার রঞ্জিত মাদুরাসিংহা।

 

লঙ্কান সাবেক ব্যাটিং কিংবদন্তি জয়সুরিয়া, আরবিন্দ ডি সিলভার স্থলাভিষিক্ত হলেন। ডি সিলভা সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দুই মাসের জন্য নির্বাচক প্রধান ছিলেন। আর জয়সুরিয়ার মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত হতে পারে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।