ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

হার্শা কেন বাদ গেলেন নিজেও জানেন না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
হার্শা কেন বাদ গেলেন নিজেও জানেন না ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের নবম আসরের ধারাভাষ্যের প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে। তবে ঠিক কি কারণে তাকে বাদ দেওয়া হয় তিনি নিজেও সেটি জানেন না।

এদিকে হার্শা আশা করছেন যে ক্রিকেটাররা তার বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য বোর্ড তাকে ছেঁটে ফেলেনি। ফেসবুকে এই বিতর্ক নিয়ে এ দিন হার্শা নিজের বক্তব্যও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, তার আশা তিনি ক্রিকেটারদের অভিযোগে দায়ী নন।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বলিউড তারকা অমিতাভ বচ্চন হার্শার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। অমিতাভ জানান, হার্শা নাকি ম্যাচের সময় ভারতীয় ক্রিকেটার থেকে অন্য দলের খেলোয়াড়দের বেশি প্রসংশা করেন। আর এ ব্যাপারে ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও সায় দিয়েছিলেন।

পরে অবশ্য হার্শা জানান, যে ভালো খেলে তাকে প্রসংশা করতেই হবে। আর ভারতীয় দর্শকদের জন্য আলাদা টিভি রয়েছে। যেখানে হিন্দিতে ধারাভাষ্য দেওয়া হয়। সেখানে দেশের ক্রিকেটের প্রসংশা করা গেলেও আন্তর্জাতিক ভাবে তা থেকে বিরত থাকা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।