ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আপাতত হচ্ছে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আপাতত হচ্ছে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বেশ কিছুদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু দলটি আপাতত বাংলাদেশ সফরে আসছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মো: জালাল ইউনুস।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গণমাধ্যমকে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে তিনি জানান, ‘নভেম্বরে দলটি বাংলাদেশে আসার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ‘বিপিএল’ অনুষ্ঠিত হবে। তাই তারা আসতে পারবে না। নভেম্বরের বাইরে এপ্রিল কিংবা মে মাসে সিরিজের সম্ভাবনা থাকলেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) এর কারণে তা সম্ভব হচ্ছেনা। ’

তবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সঙ্গে সিরিজ না খেললেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তাদের বেশ কয়েকজন প্লেয়ার খেলবে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য ২২ এপ্রিল থেকে মাঠে গড়াবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সব চেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ, যা চলবে জুন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।