ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিন-সানির বোলিং পরীক্ষা এখনই নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
তাসকিন-সানির বোলিং পরীক্ষা এখনই নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে গিয়ে আইসিসি’র অযৌক্তিক সিদ্ধান্তের বলি হয়ে বিশ্বকাপসহ ক্রিকেটের আন্তর্জাতিক আসর থেকে নিষিদ্ধ হয়ে দেশে ফিরেছিলেন দুই টাইগার বোলার তাসকিন আহমেদ ও আরফাত সানি। তবে এখনই তাদের বোলিং পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে না বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান মো: জালাল ইউনুস।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজ কক্ষে এই দুই টাইগার ক্রিকেটারের বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্পর্কে তিনি আরও বলেন, ‘তাসকিনের সমস্যা আমার মনে হয় খুবই সামান্য। বল করেত গেলে ওর কনুই ১৫ ডিগ্রির একটু ওপরে বেঁকে যায়। ওটা নিয়ে কাজ হচ্ছে। মনে হয় কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর আরাফাত সানির সমস্যা একটু বেশি থাকতে পারে। তাই ওকে নিয়ে বেশি কাজ করতে হবে। আমাদের সাপোর্ট স্টাফরা তাদের নিয়ে কাজ করছে। তবে আমরা চাচ্ছি এখনই বোলিং পরীক্ষার জন্য তাদের না পাঠাতে। তাদের নিয়ে যারা কাজ করছেন তারা যখন বলবেন যে সানি-তাসকিন পরীক্ষার জন্য প্রস্তুত তখনই তাদের পাঠাবো। ’

বোলারদের এই ধরনের সন্দেহ যেটা আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে ধরা পড়ে সেটা আগে থেকে কী ভাবে চিহ্নিত করা যায়? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন ‘এটাতো আম্পায়ার ও ম্যাচ রেফারির কাজ। এই জিনিসগুলো প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্রিকেট থেকেই বিবেচনায় আশা উচিত। আমার মনে হয় এই জন্য মাঠে ক্যামেরা আবশ্যক। বোলারদের অবৈধ বোলিং অ্যাকশন চিহ্নিত করার জন্য আমাদের ও আম্পায়ারস কমিটির মধ্যে আলাপ হয়েছে। আশা করছি এবারের প্রিমিয়ার লিগ থেকেই অবৈধ বোলিং অ্যাকশন চিহ্নিত করতে মাঠে ক্যামেরা থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।