ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

১৫ এপ্রিল শুরু জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
১৫ এপ্রিল শুরু জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

ঢাকা: আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৩৬তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। সীমিত ওভারের এ টুর্নামেন্টে দেশের ৬৪টি জেলা ১৪টি গ্রুপে ভাগ হয়ে মোট ১৪টি ভেন্যুতে লড়বে।

 

 
টুর্নামেন্টের প্রথম দিন যশোর স্টেডিয়ামে সাতক্ষীরা জেলার মুখোমুখি হবে বাগেরহাট। সাতক্ষীরা স্টেডিয়ামে কুষ্টিয়ার মুখোমুখি হবে ঝিনাইদহ। একই দিনে বরিশাল স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে খেলবে ঝালকাঠি। বগুড়ায় পাবনার মুখোমুখি হবে সিরাজগঞ্জ। পাবনায় বগুড়ার বিপক্ষে খেলবে রাজশাহী।
 
আগামী মৌসুম থেকে বদলে যাবে টুর্নামেন্টের ফরম্যাট। তখন দুই স্তরে ভাগ হয়ে খেলবে দলগুলো। এবারের পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম ৩২টি দল খেলবে প্রথম স্তরে। পরের ৩২টি দল খেলবে দ্বিতীয় স্তরে। প্রতি বছর ওঠানামা করবে আটটি দল।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।