ঢাকা: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চার বলে চার ছক্কা হজম করে খলনায়ক বনে গিয়েছিলেন বেন স্টোকস। ম্যাচটি ইংল্যান্ডের হাতের মুঠোয় থাকলেও কার্লোস ব্র্যাথওয়েটের বিধ্বংসী সেই ব্যাটিং জয়ী করে ওয়েস্ট ইন্ডিজকে।
স্টোকস ইংলিশ দলে খেলছেন খুব বেশি সময় হয়নি। নিজের পারফরম্যান্স সব সময়ই ধরে রেখেছিলেন। তবে গত ২০১৫ বিশ্বকাপে তাকে দলে রাখেনি বোর্ড। কিন্তু দমার পাত্র নয় নিউজিল্যান্ডে জন্মগ্রহনকারী এ ক্রিকেটার। ফিরে এসেছিলেন জাতীয় দলে। তাও আবার সব ফরম্যাটে। ২০১৫ সালটি পারর্ফমও করলেন দুর্দান্ত। এরই সাফল্যে তার হাতে উঠলো ‘উইসডেনের’ বর্ষ সেরার খেতাব।
ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইসডেন নিজেদের ১৫৩ নম্বর সংখ্যায় দুর্দান্ত সাফল্যের কারণে প্রচ্ছদে স্টোকসের ছবি রেখেছেন। বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় রয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো। এছাড়া নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস, অবসর নেওয়া ব্র্যান্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথও জায়গা পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৬
এমএমএস