ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে আবাহনী

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে আবাহনী মো: জালাল ইউনুস/ ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাঝে আর মাত্র ৮টি দিন। তারপরেই ২২ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসর।

ঘরোয়া ক্রিকেটের সব চাইতে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটিকে সামনে রেখে এরই মধ্যে দল গঠনের কাজ শেষ করেছে এবারের টুর্নামেন্টে অংশ নেয়া দেশের ১২টি ক্লাব। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই দেশের ঐহিত্যবাহী ক্লাব আবাহনীও। গেল ১০ এপ্রিল প্লেয়ার বাই চয়েজের মাধ্যমে আবাহনী যে দল গঠন করেছে তাতে এবারের মৌসুমে তাদেরই ফেভারিট মানছেন এদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা।    
 
দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিলো সেই ২০১০-১১ মৌসুমে। এরপর পার হয়ে গেছে আরও চার চারটি মৌসুম কিন্তু কাঙ্থিত শিরোপা জেতা হয়নি দলটির। শিরোপা‍ জয় দুরে থাক ভালো মানের প্লেয়ারের অভাবে বিগত চার বছর থেকেছে পয়েন্ট টেবিলের নিচে থেকে।
 
‍তবে বিগত চার বছরের শিরোপা খেদ ঘোচাতে এই মৌসুমে একেবারে আট ঘাট বেধে নেমে পড়েছে দেশের স্বনামধন্য এই ক্লাবটি। কেননা শিরোপা জয়ের মুল রসদ ভালো মানের খেলোয়াড় তারা এই প্লেয়ার বাই চয়েজের মাধ্যমে চলতি মৌসুমে পেয়েছে।
 
সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, আবুল হাসান রাজু, অভিশেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য, অমিতাভ কুমার নয়ন ও আবু বকর সিদ্দিকির মত প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের দলে পেলে যে কে‌উই শিরোপার স্বপ্র দেখতেই পারেন।

 

যার ব্যতিক্রম নন, আবাহনীর ভাইস প্রেসিডেন্ট মো: জালাল ইউনুসও। ‘চার কী পাঁচ বছর হয়ে গেছে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি না। প্রথমবার আমরা প্লেয়ার বাই চয়েজে যে দল গঠন করেছিলাম, আপনারা দেখেছেন যে সেই দলের অবস্থান খুবই খারাপ ছিল। আমরা পয়েন্ট টেবিলের নিচে চলে গিয়েছিলাম কারণ আমরা সেই ধরণের সুযোগ পাই নি। ভাগ্যের কথা বলতে হবে কারণ সেবার প্লেয়ার বাই চয়েজে আমরা ভাল প্লেয়ার পাই নি। তারপরের বছরে টিম মোটামুটি ভাল করেছিলাম এবং প্রথম লিগে টেবিলের টপে ছিলাম আবার সুপার লিগে গিযে খুব এতটা ভাল করতে পারিনি বলে চ্যাম্পিয়নের রেস থেকে সরে গিয়েছিলাম। এইবার আমাদের ভাগ্য কিছুটা কাজ করেছে। আমরা ভাল সুযোগ পেয়েছিলাম ভাল প্লেয়ার পিক করার আমরা সেভাবে করেছি। আমার মনে হয় এবার ভাল একটা ব্যালান্সড টিম আমরা করতে পেরেছি। আমমাদের টার্গেট হবে এবার চ্যাম্পিয়ন হওয়া। ’
 
তবে শুধু ভালো প্লেয়ার দলে থাকলেই যে জেতা যায় না এই বাস্তবতায়ও ভীষণভাবে বিশ্বাস করেন জালাল ইউনুস। শিরোপা জিততে শতভাগ টিম এফোর্টের বিকল্প নেই বলেও মত তার। ‘আমি বিশ্বাস করি শতভাগ টপ টিম হলেই চ্যাম্পিয়ন হবে তা না। পারফর্ম করতে হবে। আমরা অতীতে কাগজে কলমে টপ টিম করতে পারি নাই। তিন নম্বর কিংবা দুই নম্বর টিম ছিলাম কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছি। এবার বেস্ট টিম। সবার আশা আমরা চ্যাম্পিয়ন হতে ফাইট দিবো। তবে প্লেয়ারদের পারফর্ম করতে হবে। ’
 
এদিকে, প্লেয়ার বাই চয়েজে দেশের সবচে এগিয়ে থাকা এই দলটি সাকিব তামিমের মত আইকন প্লেয়ার দলে ভেড়ালেও কার্যকর একজন বিদেশী অল রাউন্ডার খুঁজছে বলে জানালেন জালাল ইউনুস‘ আমরা একজন বাঁহাতি স্পিনার দেখছি। সেই সঙ্গে যদি একটা অলরাউন্ডার হয় তাহলে আরও ভালো হয়। তাই আমরা ওই রকমই দেখছি। আমরা পাকিস্তান ও ইংলান্ড থেকে নেয়ার চেস্টা করছি। ’    
 
গেল বেশ কযেক বছর যাবতই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দর্শকখড়া অব্যাহত আছে। আন্তর্জাতিক ম্যাচ ছাড়া স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা থেকে যেন এদেশের ক্রিকেট ভক্তরা মুখ ফিরিযে নিযেছেন। বংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজেও মাঠে দর্শকদের যে উপস্থিতি দেখা যায় তার সিকিভাগও দেখা যায়  না ঘরোয়া ক্রিকেটে আবাহনী-মোহাডেমানের ম্যাচে। এর কারণ এবং প্রতিকার জানতে চাওয়া হযেছিল আবাহনীর এই সাবেক খেলোয়াড় এবং বর্তমান সহ সভাপতির কাছে। উত্তরে তিনি জানালেন, ‘প্রিমিয়ার লিগ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ঘরোয়া আসর। এটা আগে বেশ দর্শক প্রিয় ছিল। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে মাঠে খুব একটা দর্শক আসে না। এর কারণ, ক্রিকেট আগের অবস্থায় নেই। আগে ক্রিকেটের এত কর্মকান্ড ছিলো না। এখন অনেক ক্রিকেট। জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রসার এত বেড়ে গেছে যে এখন মাঠে এসে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট দেখার সময় দর্শকদের নেই কারণ টিভিতে তারা অনেক হাই কোয়ালিটির খেলা দেখে। এজন্য হয়তো মাঠে কম দর্শক আসে। তারপরেও আমি আশা করি খেলাটা যদি ক্রিকেট মৌসুম বলতে আমরা যা বোঝাই, সেপ্টেম্বরের শেষ থেকে নিয়ে মার্চে যদি আমরা লিগটা করতে পারি তাহলে আমার মনে হয় আবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ জমে উঠবে এবং দর্শকেরাও মাঠে আসবে। ’
 
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘন্টা, ১৩ এপ্রিল, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।