ঢাকা: ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমারদের একজন লিটন কুমার দাস। ঘরোয়া ক্রিকেটের গত মৌসুমে দাপট দেখিয়েই জাতীয় দলের আঙ্গিনায় পা রেখেছেন ২১ বছর বয়সী এ ক্রিকেটার।
দলের বাইরে থাকা কষ্টের হলেও বাস্তবতা মেনেই এখন কেবল সামনের দিকে চোখ রাখছেন লিটন। নিজের কিছু ক্রটি-ঘাটতিও খুঁজে পেয়েছেন। এসব নিয়ে কাজ করে আসন্ন প্রিমিয়ার লিগে পারফর্ম করে আবার দলে ফিরতে চান এ ব্যাটসম্যান। আর ঘাটতিগুলো নিজের মধ্যেই রাখতে চান উদীয়মান এ ক্রিকেটার, ‘বাংলাদেশ দলের ড্রেসিংরুম খুব মিস করি। মাঝে মাঝে মনে হয় দল খেলছে আমি যদি ওই দলে থাকতে পারতাম। এমন মনে হয়। আবার মনে হয় আমার কিছু একটা ঘাটতি আছে, এই জন্যই আমি বাইরে। আমার যেসব শট বা অন্যান্য কিছুতে ঘাটতি আছে তা নিয়ে কাজ করছি। ঘাটতিগুলো নিজের কাছেই থাক। ’
২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০১৫-১৬ মৌসুমের খেলা। গতবার আবাহনীর হয়ে সর্বোচ্চ রান করেছিলেন লিটন। হয়েছিলেন লিগের দ্বিতীয় সর্বোচ্চ (৬৮৬) স্কোরার। এবারও আবাহনীতে খেলবেন প্রতিভাবান এ ক্রিকেটার। ‘প্লেয়াস বাই চয়েজ’ এ আবাহনী ডেকে নেওয়ায় যারপরনাই খুশি লিটন, ‘আমি অনেক ভাগ্যবান যে একটি বড় দলে খেলতে পারছি। সত্যি বলতে কি আমিও চেয়েছিলাম যেন আবাহনীতে খেলি। যেহেতু আগের বার এ দলেই ভালো পারফরম্যান্স করেছিলাম, দলও মোটামুটি ভালো একটা ফলাফল করেছিল। আমি আশা করেছিলাম যেন তারা আমাকে নেয়। সেই দিক থেকে আমি ভাগ্যবান, তারা আমাকে নিয়েছে। ’
প্রিমিয়ার লিগে এবারও টপ স্কোরারদের একজন হওয়ার জন্যই পরিকল্পনা আঁটছেন লিটন, ‘যেহেতু এটা লিগ খেলা, অনেকগুলো ম্যাচ পাব। পরিকল্পনা বলতে ব্যাটিংয়ে এটা করবো, কিপিংয়ে এটা করবো-এমন কিছু আছে। গত বছর আমি দ্বিতীয় সেরা স্কোরার ছিলাম। তাই আমি চাইবো এ বছরও যেন টপ লিস্টেই থাকতে পারি। ’
প্রিমিয়ার লিগে ব্যাট কথা শুনলে আবার লিটনের জাতীয় দলের দুয়ার উন্মোচিত হতে পারে। জাতীয় দলের দুয়ার যে একেবারেই বন্ধ হয়ে যায়নি সেটিও বুঝতে পারছেন দিনাজপুরের এ ক্রিকেটার। তাইতো প্রিমিয়ার লিগে পারফরম্যান্স করাই তার এখন একমাত্র লক্ষ্য, ‘অধিনায়ক-কোচ সবাই চায় আমি যেন কামব্যাক করি। আমিও চাই যেন কামব্যাক করতে পারি। ওভারঅল একটাই কথা পারফরম্যান্স। যেখানেই খেলি আমাকে পারফরম্যান্স করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৬
এসকে/এমএমএস