ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ক্ষমতা নেই ছক্কা হাঁকানোর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
মুশফিকের ক্ষমতা নেই ছক্কা হাঁকানোর! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারত-বাংলাদেশ ম্যাচে যা হয়েছে তা এককথায় ইতিহাস। বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় বিপর্যয়ের এই ম্যাচে স্বাগতিক ভারত কেঁপে উঠেও জয় তুলে নেয় মাত্র এক রানের ব্যবধানে।

আর তাতেই ‘বড় কথা’ বলার সুযোগ পাচ্ছেন ভারতের পেসার হারদিক পান্ডে।

 

ভারতীয় সংবাদমাধ্যমে পান্ডে এক সাক্ষাৎকারে জানান, টাইগার ব্যাটসম্যানদের অক্ষমতার কথা, জানান মুশফিকের অযোগ্যতার কথা।

সেই ম্যাচের শেষ ওভারে টাইগারদের দরকার ছিল ১১ রান। হারদিক পান্ডের করা ওভারটির প্রথম বলে সিঙ্গেল নেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরের বলেই চার মেরে দেন মুশফিক। তৃতীয় বলেও চার হাঁকান তিনি। জয়ের জন্য শেষ তিন বলে তখন টাইগারদের প্রয়োজন হয় দুই রান। তবে, চতুর্থ বলে ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৬ বলে ১১ রান করা মুশফিক। পঞ্চম বলে মাহমুদুল্লাহ রিয়াদ ২২ বলে ১৮ রান করে জাদেজার হাতে ধরা পড়েন। শেষ বলে তখনো প্রয়োজন হয় দুই রানের। শুভাগত হোম শেষ বলটিতে লাইন মিস করলে অপর প্রান্ত থেকে রান নিতে দৌড়ে আসেন মুস্তাফিজ। তবে, ধোনির হাতে সরাসরি বল চলে যাওয়ায় রান আউট হতে হয় মুস্তাফিজকে।

শেষ তিন বলে যেখানে দুই রানের প্রয়োজন, সেখানে টাইগারদের তিনটি উইকেটের পতন হয়। একরান করতে পারলেই ম্যাচ টাই হয়ে চলে যেত সুপার ওভারে।

এমন হাইভোল্টেজ ম্যাচের পুরোটা জুড়েই ছিল টাইগারদের আধিপত্য। তবে, এক রানের আক্ষেপে ভারতের মাটিতে তাদের হারাতে পারেননি মুশফিক-রিয়াদরা। তাতেই সুযোগ বুঝে এখনও মুশফিককে ‘খোঁচা’ দিতে ছাড়ছেন না ভারতীয় ক্রিকেটাররা।

যেখানে সিঙ্গেলের উপর নির্ভর করে খেললেই জয়ের বন্দরে পৌঁছাতো বাংলাদেশ, সেখানে উইনিং শটটি বাউন্ডারি হাঁকিয়ে পেতে চেয়েছিলেন মুশফিক। পরের বলে একই ভুল করে বিগ হিট করে ম্যাচ উইনিং শট খেলতে চেয়ে আউট হন রিয়াদ।

পান্ডে সেই সাক্ষাৎকারে জানান, ‘ধোনি আমাকে চাপ না নিয়ে বোলিংটা উপভোগ করতে বলেছিলেন। আমি জানতাম, মুশফিকের ক্ষমতা নেই আমার বলে ছক্কা হাঁকানোর। খুব বেশি হলে তিনি আমাকে বাউন্ডারি হাঁকাতে পারবেন। তিনি সেটি করেছেন। কিন্তু, ছক্কা হাঁকাতে তিনি পুরোপুরিই ব্যর্থ হয়েছেন।

পান্ডে আরও যোগ করে বলেন, মুশফিক আমাকে দুটি বাউন্ডারি হাঁকিয়ে জয়ের আনন্দ প্রকাশ করতে থাকেন। এ সময় আমি তাকে বলেছিলাম, ম্যাচ এখনও শেষ হয়ে যায়নি। আর সেটিই তাকে এলোমেলো করে দেয়। তাদের তখনও দুই রানের প্রয়োজন ছিল। কিন্তু, মুশফিক আর মাহমুদুল্লাহ বড় শট খেলতে গিয়ে নিজেদের উইকেট বিলিয়ে দিয়েছিলেন। আর এখানেই বাংলাদেশের ব্যাটসম্যানদের অনভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। যে কোনো বিচক্ষণ ক্রিকেটার ওখান থেকে ম্যাচ জিতে ফিরতো। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা জয়ের কাছে গিয়ে হার নিয়ে ফিরেছে।

২২ বছর বয়সী হারদিক পান্ডে এখনও ভারতের ওয়ানডে দলে খেলার সুযোগ পাননি। নিজেকে অলরাউন্ডার দাবী করা ডানহাতি এই পেসার টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ব্যাট হাতে করেছেন মাত্র ৭৮ রান। আর বল হাতে ২৪ গড়ে, ৮.০৮ ইকোনমি রেটে নিয়েছেন মাত্র ১৫টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।