ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাঞ্জাবকে সহজেই হারালো দিল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
পাঞ্জাবকে সহজেই হারালো দিল্লি

ঢাকা: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিক হিসেবে খেলতে নামা দিল্লি ডেয়ারডেভিলস। কিংস ইলিভেন পাঞ্জাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জহির খানের দিল্লি।

 

আগে ব্যাট করে ডেভিড মিলারের পাঞ্জাব ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করে। জবাবে, ৩৯ বল হাতে রেখে ১৩.৩ ওভারে মাত্র দুটি উইকেট হারিয়ে জয় তুলে নেয় দিল্লি।

 

পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার মান্নান ভোরা। ২৪ বলে ৫টি চার হাঁকিয়ে তিনি এ ইনিংসটি খেলেন। ওপেনার মুরালি বিজয় ১, শন মার্শ ১৩, মিলার ৯, গ্লেন ম্যাক্সওয়েল ০, আক্সার প্যাটেল ১১, মোহিত শর্মা ১৫ আর প্রদীপ সাহু ১৮ রান করেন।

 

দিল্লির হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেন জহির খান। ৩ ওভারে ১১ রান খরচায় চারটি উইকেট দখল করেন অমিত মিশ্র।

 

১১২ রানের টার্গেটে খেলতে নেমে দিল্লির ওপেনার কুইন্টন ডি কক ৪২ বলে ৯টি চার আর একটি ছক্কায় ৫৯ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার শ্রেয়াস ৩ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন ৩২ বলে ৩৩ রান করে আউট হন। ৮ রান করে অপরাজিত থাকেন পবন নেগি।

 

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৬

এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।