ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল ফাইনাল বেঙ্গালুরুতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আইপিএল ফাইনাল বেঙ্গালুরুতে সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ‘আইপিএল’র ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। আগের ফিক্সার অনুযায়ী এবারের আসরের ফাইনালে মুম্বাইয়ে হবার কথা থাকলেও মহারাষ্ট্রে চলমান খড়ার কারণে সম্প্রতি মুম্বাই হাই কোর্টের নির্দেশনা দেয় যে, ‘৩০ এপ্রিলের পর থেকে আইপিএলের কোন ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে না।

’ সঙ্গত কারণেই টুর্নামেন্টের ফাইনাল মুম্বাই থেকে ম্যাচ বেঙ্গালুরুতে সরিয়ে নেয়া হয়েছে।

আর প্লে অফ রাউন্ডের এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফাইয়ার পুনেতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও ম্যাচ দুটি কলকাতায় অনুষ্ঠিত হবার আলোচনা চলছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দিল্লিতে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা, বোর্ড সচিব আনুরাগ ঠাকুর, মহারাষ্ট্রের দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসের প্রতিনিধিদের উপস্থিতিতে আইপিএল গভর্নি কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

সভাশেষে রাজীব শুক্লা জানান, ‘২৯ এপ্রিল বিশাখাপত্তমে গিয়ে থেলাটা কঠিন হয়ে যাবে তাই ১ মে পুনে- মুম্বাই’র ম্যাচটা আমরা পুনেতেই রেখে দেয়ার আবেদন জানিয়েছি। ’

এসময় শুক্লা আরও বলেন, ‘মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সভাশেষে আমরা তাদের চারটি বিকল্প ভেন্যু দিয়েছি। ভেন্যুগুলো হলো; জয়পুর, রায়পুর, বিশাখাপত্তম ও কানপুর। রোববার (১৭ এপ্রিল) বিকেলের মধ্যে মুম্বাই তাদের পরিবর্তিত ভেন্যুগুলো সম্পর্কে সিদ্ধান্ত দিবে। তবে পুনে বিশাখাপত্তমকে তাদের বিকল্প ভেন্যুর হিসেবে ইতোমধ্যেই মত দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।