ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না শাহাদাতের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না শাহাদাতের ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা হচ্ছে না পেসার শাহাদাত হোসেনের। শিশু গৃহকর্মী নির্যাতন মামলার নিষ্পত্তি না হওয়ায় শাহাদাতকে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ডিসিপ্লিন্যারি কমিটির সভা শেষে এ কথা জানান কমিটির চেয়ারম্যান আজম নাসির।


এর আগে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় শাহাদাত হোসেনকে বাংলাদেশ জাতীয় দল এবং প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেয়নি ট্রাইব্যুনাল। আর এই কারণে শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিসিবি’র পূর্বের নিষেধাজ্ঞাই বহাল রইলো।


ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে ছিলো না শাহাদাতের নাম। তবে তাকে পরবর্তীতে দলে ভিড়িয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের ডেরায় শনিবার একাডেমি মাঠে অনুশীলনও করেন শাহাদাত।


মোহামেডানের কোচ সোহেল ইসলাম শাহাদাতের অন্তর্ভুক্তির ব্যাপারে সংবাদমাধ্যমকে জানান, বোর্ডের অনুমতি পেলে মোহামেডানে খেলবে শাহাদাত। ’ বোর্ড অনুমতি না দেয়ায় ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে দেখা যাবে না শাহাদাত হোসেনকে।


বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬

এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।