ঢাকা: হাঁটুর ইনজুরি কাটিয়ে আইপিএলে খেলতে নিজ দল মুম্বাই ইন্ডিয়ানসের স্কোয়াডে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। তবে শতভাগ ফিট না হওয়ায় শনিবার (১৬ এপ্রিল) গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে।
আইপিএল শুরুর দুই দিন আগে মুম্বাই কোচ রিকি পন্টিং লক্ষ্য করেন যে মালিঙ্গার বাঁ পায়ের হাঁটুতে ইনজুরি আছে। ফলে টুর্নামেন্টের প্রথম দিকের কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারবেন না বলে সিদ্ধান্ত দেন এই মুম্বাই ইন্ডিয়ান কোচ। ফলে আইপিএলের এবারের আসরের প্রথম দু’টি ম্যাচ খেলতে পারেননি এই লঙ্কান বোলিং টর্নেডো।
মালিঙ্গার আইপিএলে খেলা নিয়ে পন্টিং আরও বলেন, ‘মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিরা তার ফিটনেস মূল্যায়ন শেষে আমাকে ইতিবাচক ইঙ্গিত দিলে তবেই আমি ওর খেলার বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবো। তবে আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে আইপিএল’র প্রথম পর্বের ম্যাচগুলো ওর পক্ষে খেলা সম্ভব হবে না। ’
মূলত গেল নভেম্বর থেকেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন মালিঙ্গা। ফলে গেল ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্টিত এশিয়া কাপের তেরতম আসরে লঙ্কানদের দলের নেতৃত্ব দেয়া এই অধিনায়ক গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে একমাত্র ম্যাচটি খেলার পর আর খেলতে পারেন নি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এইচএল/এমএমএস