ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আফতাবের শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আফতাবের শুরু ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রিকেট ক্যারিয়ারের যাবতীয় অপূর্ণতা ঘোচাতে আর নিজ শহর চট্টগ্রাম থেকে ক্রিকেটার তুলে আনতে জাতীয় দলের এক সময়ের হার্ড হিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ বেছে নেন ক্রিকেট কোচিং। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের উল্টো দিকে বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ছোট ছোট ছেলেদের কোচিং দেয়া শুরু করেন ২০১৫ এর ফেব্রুয়ারিতে।

বছরখানেকের মধ্যে সেই আফতাবই এখন পেশাদার কোচ। এবারের প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন আফতাব।

শনিবার (১৬ এপ্রিল) মিরপুরে একাডেমি মাঠে গিয়ে দেখা গেল এক সময়ের মাঠ কাঁপানো ব্যাটসম্যান আফতাব আহমেদকে কোচের ভূমিকায়। নেটে ব্যাটসম্যানকে বল ছুড়ছেন। কখনো আবার ফিল্ডিং অনুশীলন করাচ্ছেন জাতীয় দলের সাবেক এ ব্যাটসম্যান।

২০০৪ সালে বাংলাদেশ দলে সুযোগ পান আফতাব। ৬ বছর খেলার পর ২০১০ সালে বাদ পড়েন জাতীয় দল থেকে। আর ফেরা হয়নি। গত মৌসুমে (২০১৪-১৫) ব্রাদার্স ইউনিয়নের হয়ে প্রিমিয়ার লিগ খেলেই  ব্যাট-প্যাড তুলে রাখেন এই ক্রিকেটার। পুরোদমে শুরু করেন ক্রিকেট-কোচিং। কোচ হিসেবে আফতাবের ক্যারিয়ার কতোটা লম্বা হবে সেটি সময়ই বলবে। তবে এটা বলা যায়, এক বছরে কোচ হিসেবে আফতাবের উন্নতি তার ক্রিকেট ক্যারিয়ারের শুরুর মতোই আশা-জাগানিয়া।

 

মোহামেডানের অলরাউন্ডার নাঈম ইসলাম ব্যাটিং কোচ হিসেবে আফতাবকে পেয়ে তো দারুণ খুশি, ‘আফতাব ভাই আমাদের ব্যাটিং কোচ হওয়াতে খুব ভালো হয়েছে। কারন উনি কিছুদিন আগে খেলা ছেড়েছেন। উনি খুব ভালোভাবে জানেন প্লেয়ারদের জন্য কোন জিনিসটা করলে ভালো হবে। আমরা কি চাই ওনাকে বলতে হয় না। এটা উনি নিজে নিজেই বুঝতে পারেন। ’

‘এ’ লেভেল কোর্স করা আফতাব প্রিমিয়ার লিগ শেষে লেভেল-২ কোচিং ট্রেনিং শুরু করবেন। লেভেল-৩ কোচিং ট্রেনিং সম্পন্ন করারও পরিকল্পনা আছে তার। ক্রিকেটার আফতাবের ক্যারিয়ার থেমে গিয়েছিল হঠাৎ করেই। কোচ হিসেবে লম্বা হবে তো আফতাবের ক্যারিয়ার?

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।