ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ বলে মুম্বাইকে হারিয়ে গুজরাটের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
শেষ বলে মুম্বাইকে হারিয়ে গুজরাটের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম ম্যাচে জয় পেয়েছে গুজরাট লায়ন্স। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারিয়েছে সুরেশ রায়নার গুজরাট।

শেষ ওভারের শেষ বলে নাটকীয় জয় তুলে নেয় গুজরাট।

 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে স্বাগতিক মুম্বাই ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে, ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।

স্বাগতিকদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৪ রান আসে ওপেনার পার্থিব প্যাটেলের ব্যাট থেকে। ২৯ বলে দুটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। আরেক ওপেনার রোহিত শর্মা ৭ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা হারদিক পান্ডে ২ রান করে সাজঘরে ফেরেন।

জস বাটলারের ব্যাট থেকে আসে ১৬ রান। কাইরন পোলার্ড ১, আম্বাতি রাইডু ২০, হরভজন সিং ৮, ক্রুনাল পান্ডে অপরাজিত ২০ আর টিম সাউদি ২৫ রান করেন।

১৪৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গুজরাটের ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ৬ রান করে দ্রুত বিদায় নেন। তিন নম্বরে নেমে ২২ বলে ২৭ রান করেন সুরেশ রায়না। এছাড়া দিনেশ কার্তিক ৯, ডোয়াইন ব্রাভো ২, নাথ ১২, জেমস ফকনার ৭ রান করে আউট হন।

শেষ ওভারে গুজরাটের দরকার ছিল ১১ রান। হাতে ছিল তিনটি উইকেট। আর উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান ওপেনার অ্যারন ফিঞ্চ এবং নতুন ব্যাটসম্যান ধবল কুলকার্নি।

জাসপ্রিত বুমরাহর প্রথম বলেই দুই রান তুলে নেন ফিঞ্চ। পরের বলে এক রান হলে স্ট্রাইকিং প্রান্তে আসেন কুলকার্নি। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান তিনি। পরের বলে সিঙ্গেল নিলে পঞ্চম বলে আবারো ডাবল রান নেন ফিঞ্চ। আর শেষ বলে এক রানের প্রয়োজন হলে বাউন্ডারি দিয়েই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফিঞ্চ।

৫৪ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন ফিঞ্চ।

মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে ২১ রান খরচায় চারটি উইকেট তুলে নেন মিচেল ম্যাকক্লেনাঘেন। আর ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে দুটি উইকেট দখল করেন বুমরাহ।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।