ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজামামকে আটকাবে না স্বদেশপ্রেমী আফগানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ইনজামামকে আটকাবে না স্বদেশপ্রেমী আফগানরা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হক। তবে ইনজামামকে নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হতে গেলে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে হবে।

এমন দোটানায় পড়া ইনজামামের পাশে এসে দাঁড়িয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

 

আফগানদের প্রধান কোচ হিসেবে ইনজামাম ২০১৫ সালে দায়িত্ব নেন। সেখানে মাসিক প্রায় ১২ হাজার ডলার বেতনও পান তিনি। দেশটির জাতীয় দলের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তা নবায়ন করতে চেয়েছিল আফগান ক্রিকেট বোর্ড।

তবে, ইনজামাম যদি পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে আগ্রহী থাকেন তবে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে কোনো ধরনের আপত্তি করা হবে না বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান শফিক স্তানিকজাই।

তিনি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের ইচ্ছা ইনজামামকে দলের স্বার্থে নিয়োগ দেওয়ার। আমরা আফগানরা স্বদেশপ্রেমী। তাই বুঝতে পারছি কেন তারা আমাদের প্রধান কোচকে নিয়োগ দিতে চাচ্ছেন। আমরা এ ব্যাপারে দেয়াল হয়ে দাঁড়াতে পারিনা। ইনজামাম তার ক্যারিয়ারের ভালো কিছুর আশা করতেই পারেন। তিনি যদি নিজ দেশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে চান, সেক্ষেত্রে আমরা তাকে ছেড়ে দিতে প্রস্তুত।

২০১৫ সালে ইনজামাম জিম্বাবুয়ে সফরের সময় আফগানদের দায়িত্ব নেন। সম্প্রতি তার অধীনে দলটি বেশ সাফল্য পায়। ভারতের মাটিতে আয়োজিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মূলপর্বে জায়গা করে নেয় ইনজামামের শিষ্যরা। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সুপার টেনের ম্যাচে হারিয়ে দেশে ফেরে আফগানরা।

এর আগেও পাকিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছেন ইনজামাম। ২০১২-১৩ মৌসুমে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন মুলতানের এই সুলতান।

বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।