ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানেই অবহেলিত বিতর্কিত আলিম দার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
পাকিস্তানেই অবহেলিত বিতর্কিত আলিম দার ছবি: সংগৃহীত

ঢাকা: আলিম দারের সঙ্গে ‘বিতর্ক’ শব্দটি যেন ওতপ্রোতভাবে জড়িত। এবার নিজ দেশ পাকিস্তানেই অবহেলার পাত্র বনে গেলেন আম্পায়ার হিসেবে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার ‘ওস্তাদ’ আলিম দার।

দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তান কাপের ইভেন্টে আলিম দারকে আম্পায়ার হিসেবে দায়িত্ব দেয়নি।

 

গত বছরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সমালোচনার ঝড় তোলেন আলিম দার। ১৯ মার্চের সে ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছিল টাইগাররা। সে ম্যাচে রুবেল হোসেনের বলে রোহিত শর্মা আউট হলেও তার বলটিকে বিতর্কিত ভাবে 'নো' ঘোষণা করা হয়। পরে রোহিত শর্মা শতক হাঁকিয়ে ভারতের সংগ্রহকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান।

 

এরপর টাইগারদের ব্যাটিং ইনিংসেও বিতর্কিত সিদ্ধান্ত দিতে আলিম দার অংশ নেন। মাহমুদুল্লাহ রিয়াদের উড়িয়ে মারা একটি শট তালুবন্দি করেন ভারতের ফিল্ডার। তবে, তার আগেই সীমানা দড়িতে ফিল্ডারের পা স্পর্শ করে। সেটি ছক্কা না দিয়ে বরং রিয়াদকে আউট ঘোষণা করা হয়।

এবারের পাকিস্তান কাপের আসরে আলিম দারকে না রেখে আম্পায়ারদের প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দারের সঙ্গে আহমেদ শাহাবেরও জায়গা হয়নি।

পাকিস্তান কাপের প্রথম ম্যাচ শুরু হবে ১৯ এপ্রিল। ৫টি দলের অংশগ্রহণে জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন এই ইভেন্টে। টুর্নামেন্টের ১০টি ম্যাচ শেষে আগামী ০১ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শীর্ষ দুটি দল উঠবে ফাইনালে।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।