ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে ম্যাক্সওয়েলকে নিন্দা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
আইপিএলে ম্যাক্সওয়েলকে নিন্দা সংগৃহীত

ঢাকা: আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে গত শুক্রবারের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে মাঠে অসন্তোষ দেখিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাই কিংগস ইলেভেন পঞ্জাবের এ তারকাকে ভর্ৎসনা করলেন ম্যাচ রেফারি রোশন মহানামা।

এ দিন আইপিএলের তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। সে ম্যাচে আট উইকেটে হার মানে পাঞ্জাব। আর ম্যাক্সওয়েল ব্যাট হাতেও এ দিন কোন রান করতে পারেননি। উল্টে এক ওভার বোলিং করতে এসে দিয়েছেন এগারো রান।

গত মৌসুমে ভালো দল গড়েও টুর্নামেন্টের তলানিতে থেকে আসর শেষ করতে হয়েছিলো প্রীতি জিনতার দলকে। আর এবারও বাজে শুরু করলো দলটি। প্রথম দুই ম্যাচের দুটিতেই হার বরণ করতে হয়েছে ডেভিড মিলার বাহীনির।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।