ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সীমিত ওভারের ক্রিকেটে হেরাথের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
সীমিত ওভারের ক্রিকেটে হেরাথের অবসর ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ানডে ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন রঙ্গনা হেরাথ। টেস্ট ক্যারিয়ারে অধিক মনোযোগ দিতেই সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীলঙ্কার অন্যতম এ অভিজ্ঞ স্পিনার।

 

গত সপ্তাহে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) জানান হেরাথ। লঙ্কান বোর্ডও তার সিদ্ধান্তকে সম্মান জানায়। এবার ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিলেন ৩৮ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

দুই হাঁটুতে ইনজুরি নিয়েই গত কয়েক বছর লঙ্কানদের হয়ে খেলেন হেরাথ। সীমিত ওভারের ক্রিকেটে বেশিরভাগ ম্যাচেই তিনি ছিলেন নিয়মিত মুখ এবং বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

অবসর নেওয়ার প্রসঙ্গে হেরাথের অভিমত, ‘পরবর্তী আট মাস বা তার বেশি সময়ে আমাদের অন্তত ১২টি টেস্ট খেলার সূচি রয়েছে। আমি মনে করি, সংক্ষিপ্ত ফরমেটে অবসর নেওয়াটা সঠিক পদক্ষেপ। কারণ, এতে করে তরুণ ক্রিকেটাররা পরবর্তী বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করতে পারবে। এর পাশাপাশি আমিও নিজের ওপর থেকে চাপ কমিয়ে টেস্ট ক্রিকেটে মনোযোগী হতে পারব। ’

লঙ্কানদের রঙিন জার্সি গায়ে ৭১ ওয়ানডেতে ৭৪ ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন হেরাথ। তবে সাদা পোশাকে তার পরিসংখ্যান বেশ উজ্জ্বল। এখন পর্যন্ত ৬৭ টেস্টে ২৯৭টি উইকেট লাভ করেছেন। বোলিং গড় ২৯.৮৭ আর ইকোনোমি রেট ২.৭৮।

বাংলাদেশ সময়:  ১৮১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।