ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ডি ককের শতকে কোহলিদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ডি ককের শতকে কোহলিদের হার ছবি : সংগৃহীত

ঢাকা: চলমান আইপিএলের ১১তম ম্যাচে জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান কুইন্টন ডি ককের অনবদ্য শতকে বিরাট কোহলি, ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স, শেন ওয়াটসনদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে জহির খানের দিল্লি।

আগে ব্যাট করা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে, ডি ককের দুর্দান্ত শতকে ১৯.১ ওভার ব্যাট করেই জয়ের বন্দরে পৌঁছে তিন উইকেট হারানো দিল্লি।

বেঙ্গালুরুর ওপেনার ক্রিস গেইল এ ম্যাচেও বড় সংগ্রহ করতে পারেননি। ৩ বল মোকাবেলা করেই সাজঘরে ফেরেন তিনি। তবে, আরেক ওপেনার বিরাট কোহলি নিজের স্বাভাবিক স্টাইলেই খেলেছেন। করেছেন ইনিংস সর্বোচ্চ ৭৯ রান। তার ৪৮ বলে সাজানো ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারি। বিদায় নেওয়ার আগে এবিডি ভিলিয়ার্সের সঙ্গে ১০৭ আর শেন ওয়াটসনের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন বেঙ্গালুরুর দলপতি কোহলি।

ভিলিয়ার্স ৩৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৫৫ রান করেন। আর ওয়াটসনের ১৯ বলের ইনিংসে আসে ৩৩ রান। অজি তারকার ব্যাট থেকে দুটি চার আর তিনটি ছক্কাও আসে।

দিল্লির হয়ে জহির খান ও কার্লোস ব্রাথওয়েইট একটি করে উইকেট নিলেও দুটি উইকেট দখল করেন মোহাম্মদ সামি।

১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দিল্লির ওপেনার শ্রেয়াস ইয়ার শূন্য রানেই সাজঘরে ফেরেন। তবে, আরেক ওপেনার কুইন্টন ডি কক মাত্র ৪৮ বলে শতক পূর্ণ করেন। জয় থেকে দলকে ৮ রান দূরে রেখে ওয়াটসনের বলে বিদায় নেন ডি কক। আউট হওয়ার আগে প্রোটিয়া এই ব্যাটসম্যান খেলেন ১০৮ রানের দুর্দান্ত একটি ইনিংস। তার ৫১ বলের ইনিংসে ছিল ১৫টি চার আর তিনটি ছক্কার মার।

তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন ৯ রান করে আউট হন। চার নম্বরে নামা করুন নায়ার ডি ককের সঙ্গে ১৩৪ রানের দারুণ জুটি গড়েন। ৪২ বলে ৬টি চার আর একটি ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।