ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়পুরে বিকল্প ভেন্যু চায় মুম্বাই ইন্ডিয়ানস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
জয়পুরে বিকল্প ভেন্যু চায় মুম্বাই ইন্ডিয়ানস সংগৃহীত

ঢাকা: চলমান আইপিএল আসরে বিকল্প ভেন্যু হিসেবে জয়পুরের সাওই মানসিং স্টেডিয়ামকে চায় মুম্বাই ইন্ডিয়ানস। সম্প্রতি মহারাষ্ট্র প্রদেশে পানি খরার কারণে বম্বে হাইকোর্ট সকল ম্যাচ সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

অন্যদিকে মহারাষ্ট্রের আরেক দল রাইজিং পুনে সুপারজায়ান্টস নিজেদের বিকল্প ভেন্যু হিসেবে ভিসাখাপান্টাম্পকে বেছে নিয়েছে। এই অনুরোধ গুলো এখন টুর্নামেন্টের গভর্নি কাউন্সিলের দ্বারা অনুমোদন হতে হবে।

এ ব্যাপারে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন,‘আমরা মুম্বাইকে জয়পুর, কানপুর ও রায়পুরকে বেছে নেওয়ার জন্য বলেছিলাম। তারা জয়পুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। আইপিএল এখন রাজ্যস্থানে গিয়ে সেখানকার রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে। ’

বিসিসিআই এ মৌসুমের আগে রাজ্যস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আইপিএল থেকে বহিষ্কার করেছে। তবে শুক্লা জানান, দলকে নিষিদ্ধ করলেও বিসিসিআই মাঠকে নিষিদ্ধ করেননি। এছাড়া ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমে রঞ্জি ট্রফিও এ স্টেডিয়ামে খেলা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।