ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার আইপিএলে নিন্দিত ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এবার আইপিএলে নিন্দিত ব্রাভো ছবি:সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান অলরাউন্ডর গ্লেন ম্যাক্সওয়েলের পর এ বার ডোয়েন ব্র্যাভো নিন্দার শিকার হলেন। কিংগস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটার ম্যাক্সওয়েলকে শনিবার সতর্ক করা হয়েছিল।

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে অসন্তোষ দেখানোর জন্য। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচে একই কাজ করার জন্য এ বার ভর্ৎসনা করা হল ব্র্যাভোকে।

গুজরাট লায়ন্সের এ  অলরাউন্ডরকে সতর্ক করে দেন ম্যাচ রেফারি। ম্যাচে ব্র্যাভো মাত্র এক উইকেট নেন ৩৯ রান দিয়ে। ব্যাট হাতেও আহামরি ছিলেন না তিনি। করেন ৬ বলে মাত্র ২ রান।

এদিকে ব্রাভোকে সতর্ক করলেও জয় পায় তার দল গুজরাট। আইপিএলে এবারের আসরে নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতে জয় তুলে নিলো তারা। চলতি আসরেই প্রথমবারের মতো নাম লিখিয়েছে সুরেশ রাইনার অধীনে গুজরাট। লিগ টেবিলে এখন পর্যন্ত শীষ্যে রয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।