ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে খেলবে না ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
পাকিস্তানে খেলবে না ক্যারিবীয়রা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় সাত বছর পর ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে খেলার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানকে হতাশই করেছে ওয়েস্ট ইন্ডিজ।

আনুষ্ঠানিক কোনো সম্মতি তো দূরে থাক সফরের কোনো ম্যাচ খেলতে পাকিস্তান যাবে না বলে জানিয়ে দিয়েছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড।

 

তবে, আগামী সেপ্টেম্বরে নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজেরই দুটি ওয়ানডে ম্যাচ পাকিস্তানে গিয়ে খেলার জন্য ক্যারিবীয়ানদের প্রস্তাব দিয়েছিল (পিসিবি)।

 

২০০৯ সালে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে গিয়ে বন্দু্কধারীদের হামলার শিকার হয়। এরপর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পক্ষ থেকে পাকিস্তান সফরের বিষয়ে এক প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ কারণে পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যুতে হোম সিরিজও আয়োজন করতে হয়েছিল।

তবে গত বছর জিম্বাবুয়ে ক্রিকেট দল ও বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়।

কোনো টেস্ট খেলুড়ে দল পাকিস্তানের মাটিতে ২০০৯ সালের পর সিরিজ খেলেনি। পিসিবি সূত্রে জানানো হয়েছিল, প্রথম কোনো টেস্ট দল হিসেবে সাত বছর পর আবারো পাকিস্তানের মাটিতে খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সূত্রটি থেকে আরও জানানো হয়, সফরে গেলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে আয়োজিত সিরিজের লভ্যাংশের বেশির ভাগ অর্থই দিয়ে দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তবে গত বছর অনেক অনুরোধ করে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ নারী দলকে পাকিস্তানে নিতে পারলেও এবার হতাশই হতে হলো তাদের।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।