ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজের সামনে এবার রোহিত শর্মার মুম্বাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
মুস্তাফিজের সামনে এবার রোহিত শর্মার মুম্বাই ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম ম্যাচে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচেও দলের স্ট্রাইক বোলার হিসেবে মাঠে থাকতে পারেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজ।

 

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এ ম্যাচের মধ্যদিয়ে মুম্বাই তাদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে। অপরদিকে, হায়দ্রাবাদের এটি হবে তৃতীয় ম্যাচ। তিন ম্যাচের দুটিতে হেরেছে মুম্বাই। আর নিজেদের দুটি ম্যাচেই হেরেছে মুস্তাফিজের দল। মুম্বাই একমাত্র জয়টি পেয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। পুনে ও গুজরাটের বিপক্ষে হেরেছে তারা। হায়দ্রাবাদ কলকাতা ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুটি ম্যাচেই হারের স্বাদ নিয়েছে।

দলের হয়ে খেলা দুটি ম্যাচেই দারুণভাবে সফল বোলার ছিলেন মুস্তাফিজ। বেঙ্গালুরুর বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই তুলে নিয়েছিলেন দুটি উইকেট। অন্য বোলাররা বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের কাছে নাকানি-চুবানি খেলেও মুস্তাফিজের বোলিং বৈচিত্রে হিমশিম খেতে হয় ব্যাটিং নির্ভর দলটিকে। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে মুস্তাফিজ ফিরিয়ে দেন এবিডি ভিলিয়ার্স আর শেন ওয়াটসনকে।

পরের ম্যাচেও উজ্জ্বল ছিলেন কাটার মাস্টার। সাকিবের কলকাতার বিপক্ষে হায়দ্রাবাদ দুটি উইকেট তুলে নিলে সেখানে মুস্তাফিজের ছিল একটি উইকেট। ক্যারিবীয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে মাটিতে শুইয়ে দেওয়া দারুণ এক ইয়র্কারে উইকেটটি পেয়েছিলেন তিনি। ৪ ওভারে ২৯ রান খরচ করেন টাইগার এই পেসার।

সানরাইজার্স হায়দ্রাবাদ দল (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, মইসেস হেনরিকস, ইয়ন মর্গান, দীপক হুদা, নোমান ওঝা (উইকেটরক্ষক), আশিষ রেড্ডি, কার্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, বারিন্দ্রার স্রান।

মুম্বাই ইন্ডিয়ান্স দল (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), আম্বাতি রাইডু, জস বাটলার, কাইরন পোলার্ড / কোরি এন্ডারসন / মার্টিন গাপটিল, হারদিক পান্ডে, হরভজন সিং, ক্রুনাল পান্ডে, টিম সাউদি, মিচেল ম্যাকক্লেনাঘান, জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।