ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিলম্বিত হতে পারে টাইগারদের ভারত সফর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
বিলম্বিত হতে পারে টাইগারদের ভারত সফর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বহুল প্রতিক্ষিত ভারত সফর নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। চলতি বছরের আগস্টে কলকাতার আইকনিক স্টেডিয়াম ইডেন গার্ডেনসে এক ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে দু’দলের।

তবে এই সিরিজের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

 

এদিকে নতুন খবর হচ্ছে সিরিজের একমাত্র টেস্টটি এক মাস বা তারও বেশি সময় পেছাতে পারে। কারণ হিসেবে জানা যায় বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই) সম্প্রতি চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে।

 

এ সময় ভারত বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি খেলতে সময় বের করতে পারবে না। তবে বিসিসিআই ম্যাচটি খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিশ্চিত করেছে। এটি আগস্টে না হয়ে সেপ্টেম্বরে হতে পারে।

এ ব্যাপারে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘আগামী অক্টোবরে ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে। সুতরাং ভারতের বিপক্ষে আমাদের এর আগেই খেলতে হবে। তবে আমরা সময়ের ব্যাপারে এখনও নিশ্চিত নই। এটি আগস্ট অথবা সেপ্টেম্বরে হতে পারে। ’

এদিকে আগস্টে ইডেন গার্ডেনসে খেলার ব্যাপারেও বিসিবি’র দ্বিমত। কারণ আগস্ট-সেপ্টেম্বরে কলকাতায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ম্যাচ ভেন্যু হিসেবে অন্য কোনো স্টেডিয়াম চায় বাংলাদেশ।

ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর টাইগাররা নিউজিল্যান্ড সফর করবে। সেই সঙ্গে বিসিবি জিম্বাবুয়ের মাটিতে দুই টেস্ট ও তিন ওয়ানডের প্রস্তাব করেছে সে দেশের বোর্ডকে। তবে এখন পর্যন্ত এই সিরিজের ব্যাপারে অফিসিয়ালি কিছু জানায়নি তারা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।