ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পিসিবি প্রধান হতে চান জহির আব্বাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
পিসিবি প্রধান হতে চান জহির আব্বাস ছবি:সংগৃহীত

ঢাকা: এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের বাজে পারফর্মের কারণে রদ-বদল হচ্ছে পুরো ক্রিকেট বোর্ডে। অধিনায়ক, কোচ ও নির্বাচকের পর এবার শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পদও শূন্য হতে যাচ্ছে।

আর এ সুযোগ লুফে নিতে চান দেশটির কিংবদন্তি ক্রিকেটার ও আইসিসি’র বর্তমান প্রেসিডেন্ট জহির আব্বাস।

পাকিস্তানের পাঞ্জাব স্পোর্টস বোর্ডের এক অনুষ্ঠানে আব্বাস জানান, তাকে প্রস্তাব দেওয়া হলে তিনি নিজ থেকেই পিসিবি প্রধান হতে চান, ‘পাকিস্তানের জন্য আমি সব সময় প্রস্তুত রয়েছি। এ বছরের শেষে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে আমার মেয়াদ শেষ হচ্ছে। তবে আইসিসি’র পদে থাকা অবস্থায়ও আমি বোর্ড প্রধান হতে পারি। ’

এ ব্যাপারে সাবেক গ্রেট এই ব্যাটসম্যান উদাহরণ হিসেবে টানেন বিসিসিআই ও আইসিসির’র চেয়ারম্যান হিসেবে থাকা শশাঙ্ক মানোহরকে, ‘এই মুহূর্তে এখনও কেউ আমাকে প্রস্তাব করেনি। তবে আমি নিজে থেকেই এই পদে আসতে আগ্রহী। ’

এদিকে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। আর এমন গুরু দায়িত্বে ইনজির মতো তারকা আসায় তাকে স্বাগতম জানিয়েছেন আব্বাস।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।