ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সবথেকে বেশি সমর্থন পেয়েছি পরিবারের: মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
সবথেকে বেশি সমর্থন পেয়েছি পরিবারের: মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আইপিএলের আসরে এবারই প্রথমাবের মতো খেলছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘মিড ডে’ মুখোমুখি হয়েছিল টাইগার কাটার এই মাস্টারের।

বিশ্ব ক্রিকেটকে বারবার চমকে দেওয়া মুস্তাফিজের জীবন কাহিনীর সঙ্গে তারা তুলে ধরেছে আইপিএলের এই আসরে মুস্তাফিজের অভিজ্ঞতার কথা।

 

মিড ডে-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুস্তাফিজ জানান, আমার ক্রিকেটার হিসেবে উঠে আসার পেছনে সবথেকে বেশি সমর্থন পেয়েছি পরিবারের। পরিবারের ত্যাগ আর বিশ্বাসের কারণে আজকে আমার মুস্তাফিজ হয়ে ওঠা। আমার বাবা আমার খেলা দেখতেন। তিনি জানতেন আমার বয়সী অন্য সব ছেলেদের থেকে আমি একটু ভিন্ন। কোনো বিষয়ে তারা আমাকে কখনোই চাপ দেয়নি।

আইপিএলে প্রথমবারের মতো খেলার প্রসঙ্গে মিড ডে-কে মুস্তাফিজ জানান, এখানে আমি কিছুটা ভাষাগত সমস্যায় ভুগছি। কারণ আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় দক্ষ নই। সতীর্থদের থেকে আমি বেশ কিছু শব্দ শিখতে পারছি। দলের ক্যাম্পে যোগ দিয়ে আমি আশিষ নেহরা, ট্রেন্ট বোল্টের সঙ্গে অনুশীলন করছি। তারা আমাকে বোলিংয়ের অনেক কিছুই শেয়ার করছে। তাদের মতো অভিজ্ঞ বোলারদের কাছ থেকে প্রতিনিয়ত আমি শিখতে পারছি। আমি নিশ্চিত আইপিএলের প্রথম আসর আমাকে অনেক কিছু শেখাবে। হায়দ্রাবাদের কোচও আমার অনুশীলনে খুশি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বাংলাদেশ-ভারত ম্যাচ প্রসঙ্গে মুস্তাফিজ জানান, সে ম্যাচে স্টেডিয়ামে প্রচুর স্বাগতিক দর্শক ছিলেন। আমরা কিন্তু নিজেদের ম্যাচের দিকেই ফোকাসটা ধরে রেখেছিলাম। শেষ দিকে স্টেডিয়ামে আরও বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় আপনি নিজের স্বাভাবিকতা ধরে রাখতে হিমশিম খাবেন। আমাদের জন্যও সেই মুহূর্তটি বেশ কঠিন আর এলোমেলো ছিল।

ভারতের বিপক্ষে হাইভোল্টেজ সেই ম্যাচে এক রানের পরাজয়ের পর দলের অবস্থা কেমন ছিল-এমন প্রশ্নে মুস্তাফিজ জানান, স্বাভাবিক ভাবেই প্রত্যেকে ম্যাচে জিততে চায়। বিশেষ করে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে। ম্যাচ শেষে আমরা ড্রেসিং রুমে ভেঙে পড়লেও এর থেকেও যে ভালো খেলতে পারি নিজেদের ভেতরে সেটি মনে রেখেছিলাম। নিজেদের মাঝে প্রতিজ্ঞা করেছি আবারো আমরা শক্তিশালী হয়েই ফিরবো।

আইপিএলের আসর শেষে নিজের জন্য মোটরবাইক আর পরিবারের জন্য একটি নতুন গাড়ি কিনবেন বলেও জানান মুস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।