ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় স্পিনার পলাশের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ভারতীয় স্পিনার পলাশের অনন্য কীর্তি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের স্পিনার জিম লেকারের পর এক ইনিংসে দশ উইকেট দখল করা বোলার হলেন ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। এবার তারই দেশের আরেক স্পিনার এক ইনিংসে তুলে নিয়েছেন দশটি উইকেট।

 

ভারতের মধ্য প্রদেশের লেগ স্পিনার পলাশ কোচার এই বিরল কীর্তি গড়েছেন।

১৯৬৪ সালে ওল্ডট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ অ্যাশেজ ম্যাচে ইংলিশ স্পিনার জিম লেকার প্রথম ইনিংসে ৯ উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি আরও দশটি উইকেট দখল করে এক টেস্ট ম্যাচে মোট ১৯টি উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে তিনি খরচ করেন ৫৩ রান।

৩৫ বছর পর লেকারের এই রেকর্ডে ভাগ বসান কুম্বলে। ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালে এক ইনিংসে দশ উইকেট দখল করেন তিনি।

ইন্টার-ডিভিশনাল ম্যাচে পলাশ নরমাদাপুরামের বিপক্ষে ইনিংসে দশটি উইকেট তুলে নিয়েছেন। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানবিদ মাহাভীর আরিয়া জানান, পলাশ ২৮.১ ওভার বল করে দশটি উইকেট তুলে নিয়েছেন। যা এই লেভেলের ক্রিকেটে বিশ্ব রেকর্ড। ১০ উইকেট তুলে নিতে তিনি খরচ করেন ৫৩ রান। ১০ ওভার তিনি মেডেনও পান।

তিনি আরও জানান, গত মৌসুমের এই টুর্নামেন্টেও সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন পলাশ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।