ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বলে প্রোটিয়াদের ভীতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
গোলাপি বলে প্রোটিয়াদের ভীতি ছবি:সংগৃহীত

ঢাকা: আগামী গ্রীস্মে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে দক্ষিণ আফ্রিকা। আর এ সিরিজের একটি ম্যাচ দিবা-রাত্রির করার ঘোষণা দিয়েছিলো অজিরা।

গত নভেম্বরে ইতিহাসে প্রথমবারের মতো দিবা-রাত্রির ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে ব্যবহার করা হয়েছিলো গোলাপি বল।

সে ম্যাচটিতে দারুণ দর্শক জনপ্রিয়তা পেয়েছিলো। এমনকি টেলিভিশনেও প্রচুর দর্শক টানতে পেরেছিলো টেস্টটি। তবে খেলার মাঠে দু’দলের ক্রিকেটাররাই বলের ব্যাপারে অভিযোগ করেছিলো। বলা হয়েছিলো রাতের আলোয় গোলাপি বল দেখতে সমস্যা হয়।

এ ব্যাপারে প্রোটিয়া দলের মুখপাত্র টনি আইরিশ বলেন, ‘ঐ অবস্থায় আমাদের দলের ক্রিকেটাররা খেলতে ইচ্ছুক নয়। এর বড় কারণ হচ্ছে অসুবিধে অনুভব করা। আমাদের কোন ক্রিকেটার এখন পর্যন্ত দিবা-রাত্রির ম্যাচে অংশগ্রহণ করেনি। এমনকি গোলাপি বলেও খেলেনি। ’

অ্যাডিলেডে অনুষ্ঠিত সেই ম্যাচটিতে অজিরা অবশ্য তিন দিনেই ম্যাচটি জিতে নেয়। তবে সে ম্যাচে অ্যাশেজের বাইরে কোন ম্যাচ হিসেবে রেকর্ড ১২ হাজারের ওপর দর্শক হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।