ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞায় সালমান বাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞায় সালমান বাট ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান জাতীয় দলের দরজা আবারও খুলছে সালমান বাটের জন্য। দলটির আগামী ইংল্যান্ড সফরই হতে পারে স্পট ফিক্সিংয়ে দায়ে সাজা ভোগ করা এ ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরত আসা।

তবে এক্ষেত্রে বাধ সাধতে পারে যুক্তরাজ্য সরকার।

 

২০১০ সালে লর্ডসে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন বাট। যার কারণে আইসিসি থেকে তাকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই সঙ্গে ৩০ মাসের জেল সাজা দেওয়া হয় বাঁহাতি এ ব্যাটসম্যানকে। বাটের সঙ্গে একই অভিযোগে জড়িত হন ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির।

 

সাত মাস জেলে থাকার পর যুক্তরাজ্য সরকার তাকে মুক্ত করে পাকিস্তানে পাঠিয়ে দেয়। তবে শর্ত আরোপ করা হয় তার ওপর যে, আগামী ১০ বছর তিনি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। যার কারণে ক্রিকেটে ফেরা নিয়ে বাটের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

নিষেধাজ্ঞা শেষে বাট ঘরোয়া লিগে দুর্দান্ত পারর্ফম করেছেন। পাকিস্তানের ন্যাশনাল ওয়ানডে কাপে ১০৭.২০ গড়ে ৫৩৬ রান করেছেন তিনি। আর এরই ধারাবাহিকতায় ইংলিশ সফরের জন্য তাকে দলে নেওয়ার পরিকল্পনা করছে নির্বাচকরা। সেই সঙ্গে পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকও বাটকে দলে নেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।