ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজ সতীর্থ স্রানের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
মুস্তাফিজ সতীর্থ স্রানের জরিমানা ছবি:সংগৃহীত

ঢাকা: আইপিএলে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম জয়ের মুখ দেখেছে সাইরাইজার্স হায়দ্রাবাদ। তবে পরের দিনই শাস্তি পেতে হল পেসার বারিন্দার স্রানকে।

তার ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

বারিন্দর স্রান মাঠে বাজে কোন ব্যবহার করেছিলেন যার ফলে এই শাস্তি পেতে হল। যে ব্যবহার ক্রিকেটের নীতি বিরুদ্ধ। যেখানে স্রান লেভেন ওয়ান অপরাধের আইপিএল-এর ধারা ২.১.৭ অনুযায়ী শাস্তি পেলেন ।

এদিকে ম্যাচ রেফারির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন স্রান। ম্যাচ রেফারির এই সিদ্ধান্তই অবশ্য শেষ কথা। যার কোনও পরিবর্তন হওয়ার কোনও জায়গা নেই।

স্রানের দলে খেলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত দলের হয়ে তিনি দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে। তিন ম্যাচে চারটি উইকেটে পেয়েছেন কাটার মাস্টার।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।