ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমিরাতের দায়িত্ব ছাড়লেন আকিব জাভেদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আমিরাতের দায়িত্ব ছাড়লেন আকিব জাভেদ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়ার কারণে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম উল হক। এবার সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচের পদ থেকে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার আকিব জাভেদ দায়িত্ব ছাড়লেন।

 

পাকিস্তানের জাতীয় দলের কোনো পদে যোগ না দিলেও আকিব জাভেদ দেশটির ফ্রাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া লিগ পিএসএলের দল লাহোর ক্যালেন্ডার্সের টিম ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন।

 

পিএসএলের দল লাহোর প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে টেবিলের তলানিতে থেকেই আসর শেষ করেছিল। কোয়েটা গ্লাডিয়েটর্সকে হারিয়ে সে আসরে ইসলামাবাদ চ্যাম্পিয়ন হয়। তৃতীয় হয় পেশোয়ার জালমি। আর চতুর্থ হয়েছিল করাচি কিংস।

দ্বিতীয় আসরে ভালো কিছুর তাগিদেই লাহোর থেকে আকিব জাভেদকে প্রস্তাব করা হয়। আর তাতে সম্মতি জানিয়ে ৪৩ বছর বয়সী পাকিস্তানের সাবেক ডানহাতি মিডিয়াম ফাস্ট-বোলার আমিরাতের চাকরি ছেড়ে দেন।

২০১২ সালে আমিরাতের দায়িত্ব নিয়েছিলেন আকিব। দেশটির ক্রিকেট ইতিহাসে তিনিই ছিলেন সফল কোচদের একজন। আমিরাতের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন আকিব। এছাড়া জাতীয় দলের সহকারী কোচের ভূমিকাতেও দেখা যায় তাকে। অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

আমিরাতের দায়িত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে তিনি জানান, আমি দলটির দায়িত্ব ছেড়ে দিলেও মে মাসের শেষ পর্যন্ত তাদের সঙ্গে কাজ করবো। এখনও আমি লাহোরের দলটির সঙ্গে অফিসিয়ালি চুক্তি করিনি। পাকিস্তানে দ্রুতই ফিরবো এবং তাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই টিম ডিরেক্টর হিসেবে যোগ দেবো।

আকিব জাভেদ আরও যোগ করেন, আমি আমার পরিবারের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তাতে তাদের সম্মতি আছে। আমিরাতে দীর্ঘ সাড়ে বছর কাটিয়েছি। এখন পাকিস্তানে ফিরতে চাই। আমিরাতের দলটির সঙ্গে কাজ করে যে অর্জনগুলো পেয়েছি তা এক কথায় অসাধারণ। এখন নতুন কিছুর চ্যালেঞ্জ নিতে চাই।

আকিব জাভেদ আমিরাতকে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের আসরে এবং প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে তুলেছিলেন। বাংলাদেশে আয়োজিত এশিয়ার কাপের আসরেও তার শিষ্যরা দুর্দান্ত খেলে মূলপর্বে উঠেছিল।

এর আগে আকিব জাভেদকে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হবে বলে জানা যায়। তবে, প্রস্তাব দেওয়ার আগেই তিনি জানিয়েছিলেন, আমি পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচের পদে আবেদন করবো না। কারণ, বোর্ড ইতোমধ্যেই তাদের মানসিকতার জানান দিয়েছে। তারা চায় বিদেশি কোনো কোচকে নিয়োগ দিতে। সংবাদমাধ্যমেও তারা এমনটি জানিয়েছে। তাহলে তারা আমাকে কেন এই পদে নিয়োগ দেওয়ার কথা ভাবছেন? আমি কেন নিজে থেকে এই পদে আবেদন করবো?

পাকিস্তানের হয়ে আকিব জাভেদ ২২টি টেস্ট ম্যাচ খেললেও ১৬৩টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রায় দশ বছর খেলেছেন জাতীয় দলে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।