ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি-ধোনিদের এর নতুন সিইও রাহুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
কোহলি-ধোনিদের এর নতুন সিইও রাহুল ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন রাহুল জহুরি। বুধবার (২০ এপ্রিল) বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

 

চলতি বছরের ০১ জুন থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবেন রাহুল।

রাহুল এর আগে ডিসকোভারি নেটওয়ার্কস এশিয়া অঞ্চলের কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও দক্ষিণ এশিয়ার জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োজিত ছিলেন।

বিসিসিআইয়ের নতুন দায়িত্ব পাওয়ার পর রাহুল জানান, কোটি কোটি ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য কাজ করতে দেওয়ায় আমি নিজেকে গর্বিত মনে করছি। যথাসাধ্য চেষ্টা থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সহায়তা করার। আমার উপর বিশ্বাস রাখার জন্য বিসিসিআই প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে ধন্যবাদ জানাই। নিজ দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করছি।

রাহুলের নিয়োগপ্রাপ্তির ব্যাপারে বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর বলেন, আমরা বোর্ডের কাজে রাহুলকে পেয়ে খুব খুশি। আমার বিশ্বাস সে তার পূর্বের অভিজ্ঞতা এখানে কাজে লাগাবে। বিসিসিআইয়ের সঙ্গে তার মূল কাজ হবে বোর্ডকে গাইড করার পাশাপাশি দলের সমর্থক বাড়ানো।

গত ২০ বছর ধরে রাহুল মিডিয়ার সঙ্গে কাজ করছেন। ডিসকোভারি নেটওয়ার্কসের সঙ্গে ১৫ বছর কাজ করেছেন তিনি। আট বছর কাজ করেছেন দক্ষিণ এশিয়ার মিডিয়া অপারেসন্স হিসেবে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।