ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

তরুণ প্রোটিয়া ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
তরুণ প্রোটিয়া ক্রিকেটারের মৃত্যু ছবি:সংগৃহীত

ঢাকা: একাডেমিতে অনুশীনের সময় মৃত্যু হয়েছে এক তরুণ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের। ইর্স্টান কেপ টাউনের অ্যালাইকে হঠাৎই পড়ে গিয়ে মৃত্যু হয় এই ক্রিকটারের।

ধারণা করা হচ্ছে হৃদ যন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়।

ফোর্ট হারে একাডেমিতে সোমবার ফিটনেস টেস্ট দিতে এসেছিলেন ২২ বছর বয়সী লুখানায় সিকি। তবে গ্রুপ অনুশীলন শেষে বিরতিতে হঠাৎই পড়ে যান তিনি।

পরের দলের সদস্যরা তাকে অ্যালাইক হাসপাতালে নিয়ে যান। তবে একই দিনে তার মৃত্যু হয়। এই একাডেমিটি চালাতেন প্রোটিয়া সাবেক ফাস্ট বোলার এমফুনেকো নাগাম।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।