ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বিধ্বংসী’ ব্যাটসম্যানের ঘরে ‘ব্লাশ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
‘বিধ্বংসী’ ব্যাটসম্যানের ঘরে ‘ব্লাশ’ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম সন্তানের বাবা হয়েছেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। বাবা হওয়ার সংবাদ আগেই দিয়ে রেখেছিলেন তিনি।

গেইল তার সদ্য জন্ম নেওয়া মেয়ের নাম রেখেছেন ‘ব্লাশ’।

 

সন্তানসম্ভবা নাতাশা বেরিজের পাশে থাকতে ভারত থেকে জ্যামাইকায় ফিরে যান গেইল।

গেইল তার ইন্সটাগ্রামে জানিয়েছেন, ‘দু’ঘণ্টা আগে (লেখাটি পোস্ট করার সময়) আমাদের ফুটফুটে মেয়ে ব্লাশ পৃথিবীর আলো দেখেছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। প্রত্যেকেই সবচেয়ে মূল্যবান গিফট আর অনুভূতির অপেক্ষায় থাকে। নাতাশার জন্যও আশীর্বাদ থাকলো। সে সত্যিকারের সাহসী নারী। ’

এবারের আইপিএলে আসরে গেইল খেলছেন বিরাট কোহলির বেঙ্গালুরুর হয়ে।

বুধবার (২০ এপ্রিল) নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় গেইলবিহীন বেঙ্গালুরু। শুক্রবার (২২ এপ্রিল) মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে মাঠে নামবেন কোহলি-ডি ভিলিয়ার্সরা। মুম্বাই আর পুনের বিপক্ষে ম্যাচে খেলা না হলেও গুজরাট লায়ন্সের বিপক্ষে ২৪ এপ্রিলের ম্যাচ দিয়ে তার মাঠে নামার কথা রয়েছে।

এবারের আসরে প্রথম দুই ম্যাচেই নিজের ছায়া হয়ে থাকেন গেইল। দুই ম্যাচে তার রান মাত্র ১! সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাট হাতে ১ রানের পর দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন টি-২০ ফরমেটের অন্যতম সেরা এ ‘বিধ্বংসী’ ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।