ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাবার পথে সেঞ্চুরিয়ান সামিত দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
বাবার পথে সেঞ্চুরিয়ান সামিত দ্রাবিড় ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব ক্রিকেটে শতক হাঁকিয়ে সংবাদমাধ্যমে হইচই ফেলে দিয়েছে ভারতের ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়ের ১০ বছর বয়সী ছেলে সামিত দ্রাবিড়। যেন আগাম জানিয়ে দিল বাবার পথেই হাঁটছে সে।

 

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ ক্লাব ক্রিকেটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে সামিত। বেঙ্গালুরু ইউনাইটেড ক্রিকেট ক্লাবের (বিইউসিসি) হয়ে সামিত খেলে ১২৫ রানের দুরন্ত এক ইনিংস। ফ্র্যাংক অ্যান্থনি পাবলিক স্কুলের বিপক্ষে তার ইনিংসটিতে ছিল ১২টি চারের মার।

 

৩০ ওভারের এই ম্যাচে সামিতের ক্লাব তোলে ২৪৬ রান। ২৭ ওভার ব্যাট করে ফ্র্যাংক অ্যান্থনি পাবলিক স্কুল ৮০ রানেই গুটিয়ে যায়।

সামিতের শতকের ম্যাচে সেঞ্চুরি পেয়েছে তার সতীর্থ প্রাতিউশ। ১৪৩ রান আসে তার ব্যাট থেকে। দুই সেঞ্চুরিয়ান মিলে চতুর্থ উইকেট জুটিতে তোলে ২১৩ রান।

গত বছরও ব্যাটে দারুণ চমক দেখিয়েছিল সামিত। অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতায় সামিত খেলেছিল দুর্দান্ত তিনটি ফিফটির ইনিংস। তিনটি ম্যাচেই জয় পেয়েছে সামিতের দল। দ্রাবিড় পুত্রের সেই ইনিংসগুলো ছিল ৭৭, ৯৩ ও ৭৭ রানের।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।