ঢাকা: গত বছর ভারত সফরের মাঝপথে পূণাঙ্গ সিরিজ না খেলেই দেশে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) বিরুদ্ধে ৪১.৯৭ মিলিয়ন ডলার জরিমানা দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ডব্লিউআইসিবি’র ওপর বিসিসিআই’র সাবেক প্রশাসনের এমন শাস্তি প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর। তিনি নিশ্চিত করেছেন, ২০১৪ সিরিজটির অসমাপ্ত ম্যাচগুলো খেলতে ২০১৭ সালে ভারত সফরে আসবে ও. ইন্ডিজ ক্রিকেট দল।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে মনোহর বলেন, ‘এই ব্যাপারটি এখন নিষ্পত্তি হয়েছে, কারণ তারা আগামী বছর ভারতে আসবে। ওয়েস্ট ইন্ডিজকে অসমাপ্ত ম্যাচগুলো খেলতে হবে। ক্যারিবীয় বোর্ড নিজেরাই এমন দাবি তোলে। আমরা তাদের এমন প্রতিক্রিয়ায় সন্তুষ্ট। ’
জানা যায়, মে মাসের শেষদিকে সূচি চূড়ান্ত করা হবে। গত বছরের অক্টোবরে ধর্মশালায় চতুর্থ ওয়ানডে শেষে ডোয়াইন ব্রাভোর নেতৃত্বে সিরিজ বর্জন করে দেশে ফেরে পুরো ক্যারিবীয় দল। বোর্ডের সঙ্গে আর্থিক বিষয়ে দ্বন্দ্বের জের ধরেই এমন অনাকাক্ষিত ঘটনার সূত্রপাত ঘটে। ওই সফরটিতে ভারতের বিপক্ষে তাদের পাঁচটি ওয়ানডে, দু’টি টি-২০ ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এমআরএম