ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আলো ছড়ালেন যুবায়ের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
আলো ছড়ালেন যুবায়ের ছবি: সংগৃহীত

ফতুল্লা থেকে: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচেই আলো ছড়ালেন যুবায়ের হোসেন লিখন। বল হাতে আবাহনীর এই লেগ স্পিনারের স্পিন ঘুর্ণিতে ৩৩.১ ওভারে ১৪০ রানেই অল আউট হয়ে গেছে কলাবাগান ক্রীড়া চক্র।

দলের হয়ে একাই ৬ উইকেট থলিতে পুরেছেন লিখন।

শুক্রবার (২২ এপ্রিল) খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে কলাবাগান। তবে ব্যাটিংয়ে নামাটা তাদের জন্য অতটা সুখকর হয়নি। দলীয় ৩৭ রানেই প্যাভিলনে ফিরেছেন দুই টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম ও জসিমউদ্দিন।

সাদমানকে ব্যক্তিগত ০ রানে তাসকিন আর জসিমকে ১৬ রনে ফিরিয়েছেন আবুল হাসান।

দুই টপ অর্ডারের ফিরে যাবার পর ব্যাট হাতে বেশ ভালোই জবাব দিচ্ছিলেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। কিন্তু তার ব্যাটকে খুব বেশিদূর এগিয়ে নিতে দেননি টাইগার লেগ স্পিনার যুবায়ের হোসেন লিখন। ১৬ তম ওভারের তৃতীয় বলে মাসাকাদজার (৪১) স্টাম্প ভাঙেন যুবায়ের।

নিজের পরের ওভারেই আবার বল হাতে আঘাত হানেন যুবায়ের। আর তাতেই ব্যক্তিগত ১০ রানে হিমাচল উইকেটরক্ষক উদয় কাউলের হাতে ক্যাচ দিয়ে ইনিংসের সমাপ্তি টানেন মেহরাব হোসেন জুনিয়র।

এরপর শরীফুল্লাহকে (০), তানভির হায়দারকে ৭, নিহাদুজ্জামানকে ৮ ও আব্দুর রাজ্জাককে ১২ রানে ফিরিয়ে দিয়ে ৬ উইকেটের সমৃদ্ধ থলি পূর্ণ করেন যুবায়ের।

৯.১ ওভার বল করে ৩৪ রানে বিনিময়ে ৬ উইকেট তুলে নেন যুবায়ের লিখন। এক উইকেট লাভ করেন সাকলাইন সজিব।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।