ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে নিয়মিত হতে চান যুবায়ের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
জাতীয় দলে নিয়মিত হতে চান যুবায়ের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ফতুল্লা থেকে: যুবায়ের হোসেন লিখন বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন গেল বছরের ১৩ নভেম্বর ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। এরপর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলে গেলেও লাল-সবুজের জার্সি গায়ে দলের হয়ে নামা হয়নি এই টাইগার লেগ স্পিনারের।

ফলে কিছুটা নয়, ভীষণ হতাশ ছিলেন তিনি। আর মনে মনে এই সংকল্প করেছিলেন যে, সুযোগ পেলেই বল হাতে দারুণ কিছু করে দেখাবেন, হোক সেটা ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ম্যাচ।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে বল হাতে তুলে নিয়েছেন ৬টি উইকেট। দলটির বিপক্ষে এমন পারফরমেন্সের পেছনে নিজের দৃঢ় সংকল্প ও জেদ কাজ করেছে বলে জানালেন এই ম্যাচের সেরা প্লেয়ার যুবায়ের, ‘আমার সব সময় চেষ্টা থাকে ভালো বোলিং করার। যখন থেকে খেলা শুরু করেছি, তখন থেকেই নিজেকে প্রমাণ করেই আসছি। জানতাম নিজেকে সব জায়গায় প্রমাণ করা লাগবে। আজকে খুব ভালো হয়েছে। চেষ্টা থাকবে সামনে ‍সুযোগগুলো আসলে সেগুলো কাজে লাগানোর। ’

এদিকে, আবাহনীর হয়ে এদিন বল হাতে বলতে গেলে কলাবাগানের ব্যাটসম্যানদের নাকের ডগায় এক রকম স্পিন জাদু দেখিয়েছেন যুবায়ের। তার স্পিন বিষে নীল হয়েছেন হ্যামিলটন মাসাকাদজা, মেহরাব জুনিয়র, শরীফুল্লাহ, তানভির হায়দার, নিহাদুজ্জামান ও আব্দুর রাজ্জাক। তবে মজার ব্যাপার হলো এই ছয় ব্যাটম্যানের মধ্যে নাকি হ্যামিলটন মাসাকাদজার উইকেটটিই তাকে সব চেয়ে বেশি আলোড়িত করেছে, ‘মাসাদাকজা আজকে দারুন শুরু করেছিলো। তার সঙ্গে এর আগে খেলেছিলাম। তখন আমি খেয়াল করেছিলাম তিনি গুগলিতে একটু দূর্বল। আমি তাকে তিনটা বলই গুগলি মেরেছি এবং সফল হয়েছি। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করে সফল হয়েছি। ’

শুধু মাসাকাদজার আউট নিয়ে বলেই ক্ষান্ত হননি এই টাইগার লেগ স্পিনার। ঘরোয়া ক্রিকেটে মৌসুমের প্রথম ম্যাচে নিজের বোলিং নিয়ে গণমাধ্যমের সামনে আলোচনা করলেন বিস্তর। আর এই ম্যাচের বোলিংয়ের মতো ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখতে পারলে জাতীয় দলে নিয়মিত হওয়াটা কঠিন হবে না বলেও বিশ্বাস করেন যুবায়ের, ‘লেগ স্পিনারদের কিছু লুজ বল করতে হয়। অনেক সময় তারা লুজ বলে উইকেট পায়। এটা বেশিরভাগ লেগ স্পিনারের ক্ষেত্রে হয়। আমি আসলে চেষ্টা করেছিলাম শর্ট পিস কম দিতে। এটা আজকে হয়নি। আমার চেষ্টা প্রথমে দলে নিয়মিত হওয়া। প্রিমিয়ার লিগের ম্যাচগুলো খেলা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হয়েছে। সামনের ম্যাচ আশা করি খেলতে পারবো। সামনের ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ভালো শুরু হলে নিজের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার চেষ্টা থাকবে সেরা পাঁচ বোলারের মধ্যে থাকা। ’

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।