ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে নিজেদের মিশন শুরু করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শুভাগত হোমের প্রাইম ব্যাংকে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অলোক কাপালীর গাজী গ্রুপ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২২ এপ্রিল) আগে ব্যাট করে গাজী নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে। জবাবে, ৪৬.৩ ওভারে ১৯৭ রান তুলতেই গুটিয়ে যায় সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, রুবেল হোসেনদের প্রাইম ব্যাংক।
গাজীর হয়ে ওপেনার এনামুল হক বিজয় ৬৭ আর শামসুর রহমান ৫৬ রান করেন। উদ্বোধনী জুটি থেকেই তারা তুলে নেন ১১৩ রান।
তিন নম্বরে নামা মেহেদি হাসান খেলেন দুর্দান্ত এক শতকের ইনিংস। ৮৯ বলে ৮টি চার আর ৫টি ছক্কায় ১০৩ রানের অসাধারণ ইনিংস খেলেন মেহেদি। এটিই ছিল মেহেদির লিস্ট ‘এ’র অভিষেক ম্যাচ।
চার নম্বরে ব্যাট হাতে আসা পাকিস্তানের সাঈদ আনোয়ার (জুনিয়র) ২৭, দলপতি কাপালী অপরাজিত ১৫ আর ফারুক হোসেন অপরাজিত ২২ রান করেন।
ইনজুরি থেকে ফিরে প্রাইম ব্যাংকের রুবেল হোসেন ১০ ওভারে ৬৮ রানের বিনিময়ে একটি উইকেট তুলে নেন।
৩০৪ রানের টার্গেটে প্রাইমের দুই ওপেনার লঙ্কান ব্যাটসম্যান দিলশান মুনাবেরা (৪) ও মেহেদি মারুফ (৭) ব্যর্থ হন। তিন নম্বরে নেমে সাব্বির খেলেন ৩১ রানের ইনিংস। শুভাগত হোম ৪ রান করে বিদায় নেন। তাইবুর রহমানের ব্যাট থেকে আসে ৩০ রান। ব্যাট হাতে ব্যর্থ নুরুল হাসান সোহান (৫)।
শেষ দিকে ইয়াসির আলি ৫৬ ও রুবেল হোসেন ৪৫ রান করলে দুইশোর কাছাকাছি পৌঁছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গাজীর হয়ে তিনটি উইকেট তুলে নেন পাকিস্তানি বোলার সাঈদ আনোয়ার। এছাড়া দুটি করে উইকেট পান মোহাম্মদ শরীফ ও মইনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৬
এমআর