ঢাকা: গত শুক্রবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আলোচিত এ টুর্নামেন্টকে ঘিরে দলগুলোর সঙ্গে রোমাঞ্চিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আর দিনের অপর ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে নামবে লিজেন্ডস অব রুপগঞ্জ এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
কলাবাগান ক্রিকেট একাডেমি বনাম শেখ জামাল:
এবারের আসরে তারুণ্যনির্ভর একটি দল গড়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ রয়েছেন এই দলে। এছাড়া দলে তরুণ তারকাদের মধ্যে রয়েছেন আবু জায়েদ রাহি, আবদুল হালিম, রিফাত প্রধান আর ইরফান শুকুরের মতো ক্রিকেটাররা। কলাবাগানের এই দলটিতে বিদেশি কোটায় খেলবেন গত আইপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট ইংলিশ অলরাউন্ডার আসার জাইদি।
শেখ জামালের অধিনায়ক হিসেবে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলে আরও রয়েছেন আরাফাত সানির মতো স্পিনার। জামাল তাদের ঘর গুছিয়েছে সোহাগ গাজী, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, জয়রাজ শেখ, নাজমুস সাদাতদের মতো ক্রিকেটাররা। দলে বিদেশি কোটায় যোগ দিতে পারেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা ও লঙ্কান অ্যাঞ্জেলো পেরেরা।
মোহামেডান বনাম ব্রাদার্স:
দেশের ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে মাঠে নামবেন মুশফিকুর রহিম, নাইম ইসলাম, এনামুল হক জুনিয়র। দলে রয়েছেন এ মুহূর্তে আইপিএলে খেলা মুস্তাফিজুর রহমান। আইপিএলের আসর শেষে দলে যোগ দেবেন তিনি। এছাড়া, তৃতীয় রাউন্ড থেকে দলটিতে দেখা যেতে পারে শ্রীলঙ্কান উপল থারাঙ্গা আর আফগানিস্তানের মোহাম্মদ নবীকে।
ব্রাদার্স তাদের ঘর গুছিয়েছে ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, নাফিস ইকবালদের নিয়ে। তরুণ তারকা হিসেবে রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের জাকির হাসান আর সঞ্জিত সাহা। অনাপত্তিপত্র না পাওয়ায় দলটিতে যোগ দিতে পারেননি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। জিম্বাবুইয়ান অলরাউন্ডার শেন উইলিয়ামসকে দলে টেনেছে ব্রাদার্স।
লিজেন্ডস অব রুপগঞ্জ বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং:
রুপগঞ্জের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার ওপেনার সৌম্য সরকার। আরও রয়েছেন জুনায়েদ সিদ্দিকী, তাইজুল ইসলাম, মোশাররফ হোসেন আর মোহাম্মদ মিঠুন। আবু হায়দার রনি এবং মেহেদি হাসান রানাকে দেখা যাবে পেস অ্যাটাকে।
ভিক্টোরিয়ার হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ব্যাটসম্যান নাদিফ চৌধুরি। তার নেতৃত্বে দেখা যাবে মমিনুল হক, সোহরাওয়ার্দি শুভ আর ধিমান ঘোষকে।
বাংলাদেশ সময় সকাল ৯টায় প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম রাউন্ডে উদ্বোধনী দিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ছিল তারুণ্যনির্ভর ক্রিকেট কোচিং স্কুল। আর ফতুল্লায় গতবারের রানার্সআপ আবাহনী লিমিটেড খেলেছে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে।
এবারের লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রুপগঞ্জ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, কলাবাগান ক্রীড়া চক্র, ক্রিকেট কোচিং স্কুল ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এমআর