ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মুম্বাইয়ের বিপক্ষে দিল্লির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
মুম্বাইয়ের বিপক্ষে দিল্লির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম ম্যাচে জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ১০ রানে হারিয়েছে জহির খানের দিল্লি।

 

দিল্লি ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় আগে ব্যাট করা স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। জবাবে, ৭ উইকেট হারানো মুম্বাইয়ের ইনিংস থামে ১৫৪ রানের মাথায়।

দিল্লির ওপেনার কুইন্টন ডি কক ৯ আর শ্রেয়াস ইয়ার ১৯ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন করেন ইনিংস সর্বোচ্চ ৬০ রান। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৪টি চার আর দুটি ছক্কার মার।

জেপি ডুমিনি ৩১ বলে তিনটি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে করেন অপরাজিত ৪৯ রান।

১৬৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে সতীর্থ ব্যাটসম্যানের সঙ্গে ধাক্কা লেগে দুর্ভাগ্যজনক রান আউট হন ওপেনার রোহিত শর্মা। মুম্বাইয়ের এই দলপিত বিদায় নেওয়ার আগে ৪৮ বলে ৭টি চার আর একটি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৬৫ রান।

আম্বাতি রাইডুর ব্যাট থেকে আসে ২৫ রান। আর ক্রুনাল পান্ডে ৩৬ রানে বিদায় নেন। ১৯ রান করেন কাইরন পোলার্ড।

১৫৪ রানে থামে আতিথ্য নেওয়া মুম্বাইয়ের ইনিংস।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।