ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভয়ংকর মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ভয়ংকর মুস্তাফিজ ছবি: সংগৃহীত

ঢাকা: মুস্তাফিজ ভয়ে রীতিমত কাঁপছে পুরো আইপিএল। ম্যাচ বাই ম্যাচ বল হাতে উইকেটের পসরা সাজিয়ে কাবু করছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।

সানরাইজার্স হায়েদ্ররাবাদের হয়ে এবারের মৌসুমে বল হাতে প্রথম চার ম্যাচের প্রতিটিতেই সফল ছিলেন এই টাইগার কাটার স্পেশ‍ালিস্ট।
 
আতঙ্কের ব্যাপার হলো দিন যাচ্ছে আর আইপিএলে পারফরমেন্স আরও চকচকে হচ্ছে এই বাঁহাতি টাইগার বোলার ওয়ান্ডারের। এবারের আইপিএলে গেল চার ম্যাচের চাইতেও নিজেদের পঞ্চম ম্যাচে আরও উজ্জ্বল মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট ও ১টি মেইডেন। যা আগের চার ম্যাচের যে কোনটির চাইতে সেরা।
 
শনিবার (২৩ এপ্রিল) হায়েদ্রাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নামে মুস্তাফিজের হায়েদ্রাবাদ। মুস্তাফিজ দলের হয়ে এদিন বল হাতে আসেন ৬ষ্ট ওভারে।
 
এই ওভারে এসেই তিনি ব্যাটসম্যান হিসেবে পান মোনান ভোরাকে। বেচারা ভোরা! ওভারেরর প্রথম চারটি বলের একটিও ব্যাটে লাগাতে পারেননি। পঞ্চম বলটি যাও ব্যাটে লাগালেন, পুশ করে কাভার অঞ্চলের দিকে ঠেলে দিয়ে রান নেয়ার চেস্টা করলে শিখর ধাওয়ানের শকুন চোখের থ্রোতে ব্যক্তিগত ২৫ রানে রান আউটের ফাঁদে পড়েন পাঞ্জাবের এই সেট ব্যাটসম্যান।
 
ফলে সানরাইর্জদের জন্য তিনি একটি উইকেট মেইডেন ওভার উপহার দিয়ে যান।
এরপর মুস্তাফিজ বোলিংয়ে আসেন ১৪ তম ওভারে। ওই ওভারের তৃতীয় ম্যাজিক্যাল অফ কাটারটির শন মার্শের প্যাডে আঘাত করলে সজোরে আবেদন করেন মুস্তাফিজ। ব্যাস, আম্পায়পারও আঙ্গুল উঁচু করে দেন। ফলে ব্যক্তিগত ৪০ রানে ক্রিজ ছাড়া হন অজি হার্ডহিটার শন মার্শ। এই ওভারে মুস্তাফিজের বল থেকে আসে মাত্র ১টি রান।
 
১৬ তম ওভারে মুস্তাফিজ বল হাতে বেশ চোখ রাঙানি দিয়েছেন। মাত্র ২ রান দিয়েছেন এই ওভারটিতে কিন্তু কোন উইকেট ছিল না।
 
এদিন মুস্তাফিজের দ্বিতীয় উইকেটটি আসে ২০তম ওভারে। এই ওভারের দ্বিতীয় বলটি মুস্তাফিজ পাঞ্জাব লোয়ারঅর্ডার নিখিল নাইক মিড অনের উপর দিয়ে উটিয়ে মারলে হেনরিকস তা তালুবন্দি করেন। এই ওভারেই সব চাইতে বেশি ব্যয়বহুল ছিলেন মুস্তাফিজ। শুনবেন কত? একেতো আইপিএলের মত টি-টোয়েন্টি তারপর আবার শেষ ওভার! তারপরেও মাত্র ৬ রান! এটাই মুস্তাফিজ।
 
১২ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওবার বল করে কোন মেইডেন ছাড়া ২৬ রানে নিয়েছিলেন ২ উইকেট। পরেরটিতে ১৬ এপ্রিল হায়েদ্রাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে কলকাতার বিপক্ষে বল করেছিলেন ৪ ওভার। কোন মেইডেন ছাড়া ২৯ রানে তুলে নিয়েছিলেন ১টি উইকেট। ১৮ এপ্রিল একই ভেন্যুতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৪ ওভার বল করে কোন মেইডেন ছাড়া ৩২ রানে থরিতে পুড়েছিলেন ১ উইকেট। সবশেষ রাজকোটে গুজরাট লায়নসের বিপক্ষে ৪ ওভার বল করে কোন মেইডেন ছাড়া ১৯ রানে পেয়েছিলেন ১ উইকেট।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এইচএল   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।