ঢাকা: টেস্ট ক্রিকেটে মনোযোগি হওয়ার জন্য সীমিত ওভারের খেলা থেকে অবসর নিয়েছেন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। তবে বয়স ৩৮ হওয়ায় অভিজ্ঞ এ বোলার আর ক’দিন খেলতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
যদিও বাঁহাতি এ স্পিনার সাদা পোশাকে ক্যারিয়ারের ৩০০ উইকেট পাওয়াকেই বড় করে দেখছেন। এছাড়া দলের সামনে ১০টি ম্যাচে নিয়মিত হতে চান তিনি।
এ প্রসঙ্গে হেরাথ বলেন, ‘ আমি নিজের জন্য কোন গোল তৈরি করিনি। আমি যখনই দেশের হয়ে খেলি, তখন চিন্তা করি দলের জয়ে কিভাবে নিজেকে উজাড় করে দিতে পারবো। এটিই সবসময় আমার আশা থাকে। আমার ক্যারিয়ারে ৩০০ উইকেট পাওয়াই আমার জন্য বিশাল প্রাপ্তি। এরপর আমি আর কিছুই চাই না। ’
তিনি আরও বলেন, ‘এ বছর আমাদের ১০টি টেস্ট রয়েছে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি নিজেকে ইনজুরি মুক্ত রেখে কিভাবে পারফর্ম করা যায়। ’
লঙ্কান ক্রিকেট ইতিহাসে মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাসেরই এখন পর্যন্ত টেস্টে ৩০০টির বেশি উইকেট রয়েছে। আর বর্তমানে তিনটি উইকেট পেছনে রয়েছেন হেরাথ। তিনি আশা করছেন ইংল্যান্ডের বিপক্ষে হেডেংলিতে পরের ম্যাচেই তিনি এই কীর্তি গড়বেন।
হেরাথ এখন পর্যন্ত ৬৭টি টেস্টে ২.৭৮ ইকোনোমিতে ২৯৭টি উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট করে পেয়েছেন ২৩ বার। আর ১০ উইকেট করে পেয়েছেন পাঁচবার।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৬
এমএমএস